শনিবার, ২০ অক্টোবর ২০১৮
ঢাকা থেকে সকাল ১০টায় রওয়ানা করে আইয়ুব বাচ্চুর মরদেহ নেয়া হচ্ছে চট্টগ্রামে
Home Page » আজকের সকল পত্রিকা » ঢাকা থেকে সকাল ১০টায় রওয়ানা করে আইয়ুব বাচ্চুর মরদেহ নেয়া হচ্ছে চট্টগ্রামেবঙ্গ-নিউজ: সঙ্গিতাঙ্গনের কিংবদন্তি আইয়ুব বাচ্চুর মরদেহ নেয়া হচ্ছে চট্টগ্রামে। শনিবার বিমানে করে ঢাকা থেকে সকাল ১০টায় রওয়ানা করে বিমান এখন চট্টগ্রামের পথে।
আইয়ুব বাচ্চুর ব্যান্ড এলআরবির ব্যবস্থাপক শামীম আহমেদ জানান, ইউএস বাংলার বিমানে করে মরদেহ চট্টগ্রামে নেওয়া হচ্ছে। ইউএস বাংলার পৃষ্ঠপোষকতায় আইয়ুব বাচ্চুর স্বজনসহ ২০ জনের দল একই বিমানে চট্টগ্রামে যাচ্ছেন। স্বজনদের মধ্যে আইয়ুব বাচ্চুর অস্ট্রেলিয়া ও কানাডা প্রবাসী দুই সন্তানও রয়েছে।
বিকেলে মায়ের কবরের পাশে শায়িত করা হবে জনপ্রিয় এই সংগীত শিল্পীকে। তার মরদেহ প্রথমে সড়কপথে নেয়ার কথা থাকলেও পরে ওই সিদ্ধান্ত পরিবর্তন করা হয় বলে জানান শামীম আহমেদ। এদিকে শুক্রবার তৃতীয় জানাজা শেষে আইয়ুব বাচচুর মরদেহ স্কয়ার হাসপাতালের হিমঘরে রাখা হয়।
বাংলাদেশ সময়: ১১:০৯:৫৫ ৫৯৯ বার পঠিত #ঢাকা থেকে সকাল ১০টায় রওয়ানা করে আইয়ুব বাচ্চুর মরদেহ নেয়