শনিবার, ২০ অক্টোবর ২০১৮

পাবনায় রাজাপুরে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ‌নিহত ১

Home Page » আজকের সকল পত্রিকা » পাবনায় রাজাপুরে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ‌নিহত ১
শনিবার, ২০ অক্টোবর ২০১৮



 বঙ্গ-নিউজঃ   পাবনার রাজাপুরে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ টিপু শেখ (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। র‌্যাবের দাবি তিনি মাদক ব্যবসায়ী।

র‌্যাব জানায়, এ ঘটনায় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন। এছাড়াও ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্র, গুলি ও মাদক।

শনিবার ভোরে এই ঘটনা ঘটে। নিহত টিপু শেখ পাবনা সদর উপজেলার কবিরপুর গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে।

র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের অধিনায়ক লেফটেনেন্ট কমান্ডার রুহুল আমিন (এক্স বিএন) জানান, সদর উপজেলার রাজাপুরে ক্যালিকো কটন মিলের পরিত্যক্ত ভবনে মাদক চোরাকারবারীরা অবস্থান করছে-এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযানে যায় র‌্যাবের একটি দল। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে র‌্যাবকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে মাদক চোরাকারবারীরা। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলিবর্ষণ করে। বেশকিছু সময় গুলিবিনিময় চলার পর এক পর্যায়ে মাদক চোরাকারবারীরা পালিয়ে যায়। এরপর ঘটনাস্থল থেকে টিপু শেখ নামের একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পরিবারের লোকজন হাসপাতালে গিয়ে টিপু শেখকে শনাক্ত করেন।

র‌্যাবের দাবি, এ ঘটনায় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি বিদেশি রিভলবার, ৫ রাউন্ড গুলি ও ৭৭০ পিস ইয়াবা ট্যাবলেট। নিহত টিপু শেখ কুখ্যাত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকসহ ৮টি মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১০:৪৮:১৫   ৩৭০ বার পঠিত   #