শনিবার, ২০ অক্টোবর ২০১৮
মধ্যনগরে নারীসহ দুই গাঁজা ব্যাবসায়ী আটক
Home Page » এক্সক্লুসিভ » মধ্যনগরে নারীসহ দুই গাঁজা ব্যাবসায়ী আটকস্টাফ রিপোর্টার,বঙ্গ-নিউজঃসুনামগঞ্জের মধ্যনগর থানার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের হামিদপুর চৌরাস্তা থেকে শুক্রবার রাত সাড়ে আটটার দিকে নারী সহ দুই গাঁজা ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে মধ্যনগর থানা পুলিশ।
গ্রেফকৃতরা হলো, হামিদপুর গ্রামের আব্দুল জলির স্ত্রী সেলিনা বেগম (২৪) ও মির্জাপুর গ্রামের আব্দুল বারেকের ছেলে আলমগীর হোসেন(২৪)
মধ্যনগর থানা পুলিশের এএস আই কামাল হোসেন বঙ্গ-নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে আটটার দিকে হামিদপুর চৌরাস্তা থেকে ১২৫ গ্রাম গাঁজা সহ দুই গাঁজা ব্যাসায়ীকে আটক করে মধ্যনগর থানা পুলিশ।তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়ে আগামীকাল সকাল আটটার দিকে তাদের আদালতে সোর্পদ করা হবে।
বাংলাদেশ সময়: ৯:০৬:৫১ ৬৩৫ বার পঠিত