বৃহস্পতিবার, ১৮ অক্টোবর ২০১৮
মধ্যনগরে স্থানীয় স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দের পূজামন্ডপ পরিদর্শন
Home Page » ফিচার » মধ্যনগরে স্থানীয় স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দের পূজামন্ডপ পরিদর্শনস্টাফ রিপোর্টার,বঙ্গ-নিউজঃবাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ বংশীকুন্ডা (দঃ) ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ ইউনিয়নের বিভিন্ন গ্রামে অনুষ্ঠিতব্য শ্রী শ্রী শারদীয় দূর্গোৎসব ও পূজামন্ডপ দশর্ন করেন। এসময় নেতৃবৃন্দের মধ্যে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ বংশীকুন্ডা (দঃ) ইউনিয়ন শাখার আহবায়ক অমিত হাসান রাজু, যুগ্ম-আহবায়ক লিটন সরকার, কৌশিক রঞ্জন সরকার, মোঃ নূর উদ্দিন, সম্মানিত সদস্য কমল সরকার, বিমল সরকার প্রমূখ উপস্থিত ছিলেন। পূজামন্ডপ দর্শনকালে নেতৃবৃন্দ সকলের সাথে কুশলাদি বিনিময় করেন এবং বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড জনসন্মুখে উপস্থাপন করেন। এছাড়াও নেতৃবৃন্দ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে জনগণকে আহবান জানান।
বাংলাদেশ সময়: ২৩:১৯:৪৬ ৫৫৭ বার পঠিত