বৃহস্পতিবার, ১৮ অক্টোবর ২০১৮
ছেলেকে পাইলট বানাতে দেনায় জর্জরিত ফলে বিস খেলেন স্বামী, ফাঁসে ঝুললেন স্ত্রী
Home Page » আজকের সকল পত্রিকা » ছেলেকে পাইলট বানাতে দেনায় জর্জরিত ফলে বিস খেলেন স্বামী, ফাঁসে ঝুললেন স্ত্রীবঙ্গ-নিউজঃ অষ্টমীর সন্ধ্যায় অাত্মঘাতী হওয়ার চেষ্টা করলেন এক প্রৌঢ় দম্পতি। পঞ্চসায়র এলাকার নয়াবাদের ফ্ল্যাট থেকে বুধবার রাতে ওই দম্পতিকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে পুলিশ। হাসপাতালে নিয়ে গেলে, স্ত্রীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। স্বামী এখনও সঙ্কটজনক অবস্থায় চিকিৎসাধীন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দম্পতি থাকতেন নয়াবাদের প্রফুল্ল অ্যাপার্টমেন্টে। সেখানে ৬৫ বছরের তপন চট্টোপাধ্যায় এবং তাঁর স্ত্রী অরুণা দেবী (৫৫) একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে গত কয়েক মাস ধরে থাকতেন। তাঁদের একমাত্র ছেলে বছর তেইশের অর্পণ চট্টোপাধ্যায় কমার্শিয়াল পাইলটের প্রশিক্ষণ নিচ্ছেন। সেই প্রশিক্ষণের জন্য তিনি দিল্লিতে থাকতেন। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, ওই দম্পতি ছেলেকে পাইলট বানানোর জন্য প্রায় ৪৫ লাখ টাকা ঋণ নিয়েছিলেন। তপনবাবু ফ্ল্যাট কেনাবেচার ব্যবসা করতেন।
পুলিশ জানিয়েছে, গতকাল বুধবার বিকেলে ওই অ্যাপার্টমেন্টের বাসিন্দারাই পুলিশে খবর দেন। বাসিন্দাদের কাছ থেকে পুলিশ জানতে পারে, ওই দিন বিকেলে অর্পণ দিল্লি থেকে আসেন। তিনি বার বার কলিং বেল বাজানোর পরেও দরজা খোলেননি তাঁর বাবা-মা। তিনি বার বার ফোনও করেন। কিন্তু ফোনও কেউ ধরেননি। তখনই প্রতিবেশীদের খবর দেন অর্পণ। তাঁরাও বার বার ধাক্কা দিলেও ভেতর থেকে কোনও সাড়া শব্দ পাওয়া যায় না। তার পরেই খবর দেওয়া হয় পুলিশে।
বাংলাদেশ সময়: ১৭:৫০:২১ ১১১৩ বার পঠিত #ছেলেকে পাইলট বানাতে দেনায় জর্জরিত ফলে বিস খেলেন স্বামী #ফাঁসে ঝুললেন স্ত্রী