বৃহস্পতিবার, ১৮ অক্টোবর ২০১৮

মাহবুব তালুকদারের পদত্যাগ চায় না আ.লীগ : চায় না বলে জানিয়েছেন কাদের

Home Page » আজকের সকল পত্রিকা » মাহবুব তালুকদারের পদত্যাগ চায় না আ.লীগ : চায় না বলে জানিয়েছেন কাদের
বৃহস্পতিবার, ১৮ অক্টোবর ২০১৮



বঙ্আগ-নিউজঃ আওয়ামী লীগ নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের পদত্যাগ চায় না বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বৃহস্পতিবার সকালে সেতুভবনে ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘ভিন্নমত দেওয়ার অধিকার সবার আছে। বিষয়টি নিয়ে হইচই করার কিছু নেই। আওয়ামী লীগ মাহবুব তালুকদারের পদত্যাগ চায় না। ‘

সেতুমন্ত্রী আরও বলেন, ‘আমাদের পার্টি হচ্ছে আওয়ামী লীগ। মাহবুব তালুকদারকে পদত্যাগ করতে হবে এমন কোনো চিন্তাভাবনা আমাদের নেই। এই নিয়ে আমাদের মধ্যে কোনো আলোচনাও হয়নি।’

এদিকে সৌজন্য সাক্ষাতের পর ভারতীয় হাইকমিশনার সাংবাদিকদের জানান, নির্বাচনের আগে সহিংসতার শঙ্কা করছে না দিল্লি। বাধাহীনভাবে ভোটাররা ভোট দিতে পারবে বলে মনে করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৭:৩৫:৪০   ৪৭১ বার পঠিত   #