বৃহস্পতিবার, ২০ জুন ২০১৩
‘আমার ছেলের বউ ইহুদি নয় খ্রিস্টান’
Home Page » জাতীয় » ‘আমার ছেলের বউ ইহুদি নয় খ্রিস্টান’বঙ্গ- নিউজ ডটকমঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে বলেছেন, আমার ছেলের বউকে তারা ইহুদি বানিয়ে দিয়েছে। আমার ছেলের বউ ইহুদি নয়, সে খ্রিস্টান।অবশ্য ইহুদি ড. কামাল হোসেন সাহেবের মেয়ের জামাই। তারা বোধ হয় ওটা বলতে গিয়ে আমার ছেলের বউয়ের কথা বলেছে।
ছেলে সজীব আহমেদ ওয়াজেদের স্ত্রীকে ইহুদি বলে সৈয়দা আশিফা আশরাফী পাপিয়ার বক্তব্য ধরে শেখ হাসিনা একথা বলেন।
নিজের পরিবার, হেফাজতে ইসলামীর কর্মীদের ওঠাতে অভিযান এবং টিপাইমুখ প্রকল্প নিয়ে বিরোধী দলের সংসদ সদস্যদের বক্তব্যের প্রতিক্রিয়ায় বুধবার সংসদে এই অভিযোগ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, সংসদে ভুল তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছেন বিরোধী দলের সদস্যরা।
গত ৫ মে হেফাজতে ইসলামকে ওঠানোর অভিযানে হত্যাকাণ্ড ঘটেছে বলে বিরোধী দলের সদস্যদের বক্তব্যের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ১ লাখ ২০ হাজার গুলি যদি ফোটানো হয়ে থাকে, প্রত্যেকটা বিল্ডিংয়ে তো গুলির দাগ থাকবে। আড়াই-তিন হাজার মানুষ মারলে ওই এলাকার কী অবস্থা হবে?
তিনি বলেন, ইসলামের নামে যে অসত্য কথা বলে আসছে ঘরে ঘরে। সারা বাংলাদেশে মহিলাদের কাছে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করা হচ্ছে- ভারত থেকে ট্রাক এসে লাশ নিয়ে গেছে। রুয়ান্ডার ভূমিকম্পের ছবি, জোন্স টাউনের ১৯৭৯ সালের ছবি।
গায়ে রঙ লাগিয়ে পড়ে ছিলো, পুলিশ গেলে লাশ উঠে দৌড় মারলো, ৫ মের ঘটনা বর্ণনা করে বলেন তিনি।
অভিন্ন নদীর পানি ভারত দিচ্ছে না বলে বিরোধীদলীয় সদস্যদের বক্তব্যের জবাবে প্রধানমন্ত্রী বলেন, পানি আমরা যথাযথ পাচ্ছি।
টিপাইমুখ প্রকল্প নিয়ে তিনি বলেন, এটা তো অনেক আগে শুরু হয়েছে। আপনারা কিছু বললেন না। এরশাদ সাহেব কিছু বললেন না। এটা নিয়ে আমাদের অর্থমন্ত্রী সিলেটে প্রথম আন্দোলন শুরু করে।
বিএনপি তিন তিন বার ক্ষমতায় ছিলো, এরশাদ সাহেব ছিল। কই তারা তো স্থল চুক্তি নিয়ে কথা বলেননি। ওনারা ক্ষমতায় থাকতে ভারত প্রীতি। বিরোধী দলে গেলে ভারত বিরোধিতা।
ফেনীতে ভারতের কাছ থেকে ৪৫ একর জমি সরকার এনেছে জানিয়ে শেখ হাসিনা বলেন, এই কন্সটিটিউয়েন্সি কার? বিরোধীদলীয় নেত্রীর। আমরা তার জন্য ৪৫ একর জায়গা ভারত থেকে নিয়ে এসেছি।
শেখ হাসিনা বিরোধী দলের উদ্দেশ্যে বলেন, পার্লামেন্টে বলেন আর যেখানে বলেন, মানুষকে বিভ্রান্ত করবেন না। যুক্তিনির্ভর কথা বলবেন। অহেতুক বিভ্রান্তিকর কথা বলবেন না।
মওদুদকে উদ্দেশ্য করে শেখ হাসিনা বলেন, একজন দাওয়াতে গেছেন। নিজের খাওয়ার ইচ্ছা, কিন্তু বলতে পারছেন না। বলে, ওনার পাতে দেন। ইচ্ছাটা কার, উনারই কি ইচ্ছা? আমার সন্দেহ হচ্ছে।
মওদুদকে উদ্দেশ্য করে তিনি বলেন, উনাকে তো অনেক আগে থেকে চিনি। একবার জিয়ার সাথে, একবার এরশাদ সাহেবের সঙ্গে। এখন আবার কোন পাতের ঝোল খেতে চান?
তিনি আরো বলেন, উনি এত ঘাটের পানি খেয়েছেন, উনাকে হজম করা কঠিন। উনি বলেন একটা, করেন আরেকটা, বই লেখেন অন্য রকম।
বাংলাদেশ সময়: ১০:০৫:৫২ ৫৫৫ বার পঠিত