বৃহস্পতিবার, ১১ অক্টোবর ২০১৮
মধ্যনগরের মহিষখলায় বসতবাড়িতে আগুন,গৃহপালিত পশু দগ্ধ
Home Page » এক্সক্লুসিভ » মধ্যনগরের মহিষখলায় বসতবাড়িতে আগুন,গৃহপালিত পশু দগ্ধযোবায়ের শামীম ,বঙ্গ-নিউজঃঃ,সুনামগঞ্জের মধ্যনগর থানার বংশীকুন্ডা (উঃ) ইউনিয়নের কড়ইবাড়ী গ্রামে গতকাল রাত ৮টায় ভয়াবহ অগ্নিকান্ডে জাহের আলী নামের এক দিনমজুরের বাড়ি গরু ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে ।
জাহের আলী বঙ্গ নিঊজ কে জানায়, আমার সব পুড়ে ছাই হয়ে গেছে। আমি নিঃস্ব হয়ে গেছি আমার সাইকেলডাও শেষ এখন আমি কি করে চলবো ।
জাহের আলীর ভাই জানায়, আমি আগুন দেখে হতভম্ভ হয়ে যাই আগুনের মধ্যদিয়েই ঘরে ঢোকে যাই এবং চারটা গরুর মধ্যে তিনটা গরুর বাধন খুলে দেই। হই একটা গরুর বাধন খুলতে পারিনাই যার বিধায় গরুটা মারা যায় আমারও বিভিন্ন অঙ্গ পুরে যায় ।আগুন দেখে ঘটনাস্থলে গেলে গ্রামবাসী জানায়, আমরা আগুন দেখে এসে অনেক কষ্ট করে আগুন নিয়ন্ত্রনে আনি । এই অগ্নিকান্ডে জাহেরের ঘরবাড়ি ও গরু সহ প্রায় ২/৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বাংলাদেশ সময়: ২০:২২:৪৮ ৬৩৮ বার পঠিত