বৃহস্পতিবার, ১১ অক্টোবর ২০১৮

তারেক রহমানের ডাকে লন্ডন গেছেন দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু

Home Page » প্রথমপাতা » তারেক রহমানের ডাকে লন্ডন গেছেন দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু
বৃহস্পতিবার, ১১ অক্টোবর ২০১৮



ফাইল ছবি

বঙ্গ-নিউজ: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ডাকে লন্ডন গেছেন দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। বুধবার (১০ অক্টোবর) সাড়ে ১০টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি।

দলের একটি সূত্র জানিয়েছে, আন্দোলন ও নির্বাচনসংক্রান্ত কয়েকটি বিষয়ে সিদ্ধান্তের জন্যই মিন্টুকে লন্ডন যাওয়ার অনুরোধ করেন তারেক রহমান। আবদুল আউয়াল মিন্টু গণমাধ্যমের কাছে লন্ডন যাওয়ার কথা স্বীকার করেছেন।

জানা গেছে, যাওয়ার আগে দলের সিনিয়র নেতাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে পরামর্শ করেন মিন্টু। তিনি তাদের মতামত ও পরামর্শ ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে জানাবেন। সে মোতাবেক আগামী দিনের পরিকল্পনা তৈরি করা হতে পারে। তারেক রহমানের কাছ থেকে বিশেষ বার্তা নিয়েই তিনি দেশে ফিরে আসবেন বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ৯:৪২:২৬   ৪৮৫ বার পঠিত   #  #  #  #  #  #