বুধবার, ১৯ জুন ২০১৩

আসছে `সাইজ জিরো` স্লিম স্মার্টফোন

Home Page » বিজ্ঞান-প্রযুক্তি » আসছে `সাইজ জিরো` স্লিম স্মার্টফোন
বুধবার, ১৯ জুন ২০১৩



smartpara.jpgতোহা,বঙ্গ-নিজউ ডটকমঃস্মার্ট ফোনের পৃথিবীতে বিপ্লব আনছে চিন। দুনিয়ার সবচেয়ে স্লিম আর হালকা স্মার্ট ফোনের আত্মপ্রকাশ ঘটাতে চলেছে চিনের এক ফোন প্রস্তুতকারী সংস্থা। হুআই কোম্পানির এই ফোনের মডেলটির নাম অ্যাসলেন্ড পি সিক্স। ফোনটি মাত্র ৬.১৮ মিলিমিটার পুরু, ওজন মাত্র ২০ গ্রাম। ৪.৭ ইঞ্চির টাচস্ক্রিন আর দুটো ক্যামেরাযুক্ত এই ফোনের চাহিদা এখন থেকেই তুঙ্গে। নিজের পকেটে এই সাইজজিরো ফোন রাখতে গেলে বাংলাদেশি মুদ্রায় দাম প্রায় ৪৫হাজার টাকা খরচ করতে হবে। জুলাইয়ের শেষে ১৯টা দেশে বাজারে চলে আসছে। স্মার্ট ফোনের বিশ্ববাজারে স্যামসং ও অ্যাপেলের রমরমা এই রোগা ফোন ঠেকাতে পারে কিনা সেটাই দেখার।

বাংলাদেশ সময়: ১৮:১১:১৭   ৪৪২ বার পঠিত