মঙ্গলবার, ৯ অক্টোবর ২০১৮
তারেকের মামলা প্রত্যাহারের দাবিতে রাজধানীর পান্থপথে ঝটিকা মিছিল করেছে বিএনপি
Home Page » প্রথমপাতা » তারেকের মামলা প্রত্যাহারের দাবিতে রাজধানীর পান্থপথে ঝটিকা মিছিল করেছে বিএনপি
বঙ্গ-নিউজ: রাজধানীতে হঠাৎ ঝটিকা মিছিল করেছে বিএনপি। কারাবন্দি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সকল ষড়যন্ত্রমূলক মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহারের দাবিতে রাজধানীর পান্থপথে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।
মঙ্গলবার (৯ অক্টোবর) সকাল পৌনে ৮টায় মিছিলটি রাজধানীর স্কয়ার হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে পান্থপথ মোড়ে এসে শেষ হয়।
বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি রাজধানীর স্কয়ার হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে পান্থপথ মোড়ে গিয়ে শেষ হয়। এতে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের শতাধিক নেতাকর্মী অংশ নেন।
প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। অসুস্থ থাকায় তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১০:৪৬:৪০ ৩৭৬ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম