সোমবার, ৮ অক্টোবর ২০১৮

তরুণ শিল্পী অপু খন্দকারের নতুন যাত্রা

Home Page » প্রথমপাতা » তরুণ শিল্পী অপু খন্দকারের নতুন যাত্রা
সোমবার, ৮ অক্টোবর ২০১৮



 ashulia,savar,dhaka

ফজলুল হক. বঙ্গ নিউজঃ ছোট বেলা থেকেই গানপ্রিয় ছেলেটি নিজের হৃদয়ে গানের প্রতি ভালবাসার জন্ম দেয়। নিজের প্রতি আত্মবিশ্বাস ও প্রবল ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে ধীরে ধীরে হয়ে উঠে একজন কন্ঠ শিল্পী। অবশেষে সেই ছেলটিই এখন জনগণের কাছে এক প্রিয় শিল্পী হিসেবে পরিচিত।

বলছিলাম ঢাকার আশুলিয়ার কবিরপুর এলাকার তরুন শিল্পী অপু খন্দকারের কথা। তিন ভাই বোনের মধ্যে সবার ছোট অপু। ছোট বেলা থেকেই যার গানের প্রতি ঝোঁক। অপু যে কেবল মাত্র শিল্পী তা কিন্তু নয় তিনি বেসরকারী টিভি চ্যানেল নাইন এর ঢাকা জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

তরুন শিল্পী অপু খন্দকার জনপ্রিয় ইউটিউব চ্যানেল ‘প্রিয় মিউজিক স্টেশনের’ সাথে চুক্তিতে আবদ্ধ হয়েছেন। ৩০শে সেপ্টেম্বর সন্ধ্যায় আশুলিয়া প্রেসক্লাবের অডিটোরিয়ামে এ চুক্তিপত্র সম্পাদিত হয়।

দেশের খ্যাতিমান সঙ্গীত পরিচালক রোকন ইমনের কম্পোজিশনে ‘অপু খন্দকারের কথা, সুর ও কন্ঠে ‘প্রিয়া তু জানে না’ শিরোনামের গানটির রেকর্ডিং এর কাজ অক্টোবরের প্রথম সপ্তাহে শুরু হবে বলে অপু খন্দকার নিশ্চিত করেছেন।

অপু খন্দকার ‘বিডিনিউজ আওয়ার’কে বলেন, প্রিয় মিউজিক স্টেশনের সাথে নতুন অধ্যায়ের সূচনা হলো। ‘প্রিয়া তু জানে না’ শিরোনামের গানটি’র কথা,সুর ও কন্ঠ নিজেই দিয়েছি। সবার ভালবাসা ও দোয়ায় আশা রাখছি গানটি সবার কাছে ভাল লাগবে। সবার কাছে দোয়া প্রার্থনা করছি।

চুক্তি সম্পাদন অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেন জয়, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান নিপু, সাংগঠনিক সম্পাদক খোকা মুহাম্মদ চৌধুরী, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. শাহিনুর রহমান শাহিন, ইউটিউব চ্যানেল ‘প্রিয় মিউজিক স্টেশনের’ কর্নধার প্রিয় আলমগীরসহ সাভার-আশুলিয়ার কর্মরত গণমাধ্যম কর্মীরা।

বাংলাদেশ সময়: ২৩:১৭:২৬   ৪৩০ বার পঠিত