বুধবার, ১৯ জুন ২০১৩
আবারও শীর্ষে সাকিব
Home Page » খেলা » আবারও শীর্ষে সাকিববঙ্গ-নিজউ ডটকম: আবারও ওয়ানডে অলরাউন্ডারের র্যাংকিংয়ের শীর্ষে ফিরলেন সাকিব আল হাসান। মাত্র এক মাসের ব্যবধানে হারানো গৌরব উদ্ধার করেছেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে মোহাম্মদ হাফিজের ব্যর্থতায় ম্যাচ না খেলেও ওয়ানডে অলরাউন্ডারদের শীর্ষস্থান দখলে নেন সাকিব। গত ছয় মাসে ওয়ানডে অলরাউন্ডারদের শীর্ষস্থান বদল হয়েছে চারবার।
গত জানুয়ারিতে সাকিবের কাছ থেকে শীর্ষস্থান কেড়ে নিয়েছিলেন হাফিজ। দক্ষিণ আফ্রিকা সফরে তার বাজে পারফরম্যান্সে মার্চে শীর্ষে ফেরেন সাকিব। জিম্বাবুয়ে সফরে সাকিব ভালো করতে না পারায় মে মাসে আবার সাকিবকে পেছনে ফেলেন হাফিজ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে হাফিজের টানা ব্যর্থতা শীর্ষে ফেরায় সাকিবকে।
৩৮৭ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা সাকিবের চেয়ে ৫ পয়েন্ট পিছিয়ে হাফিজ। চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতায় অনেকটা পিছিয়ে পড়েছেন তিন নম্বরে থাকা শেন ওয়াটসন (৩৭২)।
৩৫৫ পয়েন্ট নিয়ে টেস্ট অলরাউন্ডারদের র্যাংকিংয়ের দুই নম্বরে রয়েছেন সাকিব। ৩৭৪ পয়েন্ট নিয়ে শীর্ষে সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস।
বাংলাদেশ সময়: ১১:৫৪:৪৮ ৫০৬ বার পঠিত