রবিবার, ৭ অক্টোবর ২০১৮

দেউলিয়া ও দুর্নীতিবাজ দলের কাছে দেশের গনতন্ত্র ও আইনের শাসন নিরাপদ নয়:ওবায়দুল কাদের

Home Page » জাতীয় » দেউলিয়া ও দুর্নীতিবাজ দলের কাছে দেশের গনতন্ত্র ও আইনের শাসন নিরাপদ নয়:ওবায়দুল কাদের
রবিবার, ৭ অক্টোবর ২০১৮



ফাইল ছবি

বঙ্গ-নিউজ: বিএন‌পি নামক আত্মস্বীকৃত দেউলিয়া ও দুর্নীতিবাজ দলের কাছে দেশের গনতন্ত্র ও আইনের শাসন নিরাপদ নয় ব‌লে মন্তব্য ক‌রে‌ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

‌তি‌নি ব‌লেন, ‘বিএনপির তাদের গঠনতন্ত্র থেকে ৭ ধারা বাদ দিয়ে তারা আত্মস্বীকৃত দেউলিয়া দলে পরিনত হয়েছে।’

শনিবার (৬ অক্টোবর) রাজধানীর চকবাজারে আওয়ামী লীগ কতৃক প্রচারপত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য ক‌রেন। কা‌দের ব‌লেন, ‘নাশকতা করে নির্বাচন ঠেকানো যাবে না। বিএনপি আন্দোলন নয়, বোমা-সন্ত্রাস ও নাশকতার প্রস্তুতি নিচ্ছে কিন্তু এবার নাশকতা করলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করা হবে।’

‘এক মাসের মধ্যে দেশের চেহারা বদলে যাবে’ বিএনপি নেতা মওদুদ আহমেদের এ বক্তব্যের কঠোর সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘মওদুদ সাহেব একজন বহুরূপী। কোন ঐশী বানী থেকে তিনি এটা পেয়েছেন? মওদুদ আহমেদের কি একমাস শেষ হয়নি? আপনার দেখেন এক মাসে দেশের চেহারা নাকি বিএনপি চেহারা পরিবর্তন হয়। বিএনপি মওদুদের পরামর্শ যত শুনবে তত ডুববে।’

বিএনপি’র শাসনামলের সমালোচনা করে মন্ত্রী বলেন, ‘তাদের আমলে পুরান ঢাকায় বিদ্যুত ২৪ ঘন্টার মধ্যে ১৮ ঘন্টাই থাকতো না। অপারেশন থিয়েটারেও লোড শেডিং থাকতো। এখন কি আপনারা বিদ্যুত পাচ্ছেন?’

উপস্থিত নেতাকর্মীরা সবাই বলে উঠেন, ‘হ্যাঁ, আমরা নিরবিচ্ছিন্ন বিদ্যুত পাচ্ছি।’

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে, মুক্তিযুদ্ধকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনতে হবে দা‌বি ক‌রে তি‌নি ব‌লেন, ‘উন্নয়ন করতে হলে শেখ হাসিনার কোনো বিকল্প আছে? এসময় আওয়ামী লীগের নেতাকর্মীরা না, না বলে উঠেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভোট দিয়ে ক্ষমতায় ফিরিয়ে আনলে পুরান ঢাকা আরও সমৃদ্ধ ও পরিচ্ছন্ন হবে। পুরান ঢাকা পুরান থাকবে না, নতুন রূপ ধারণা করবে। ঐতিহ্যকে আধুনিকায়ন করা হবে।’

ঢাকা-৭ আসনের সাংসদ হাজী মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে প্রচারপত্র বিতরণ অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর, সাবেক সংসদ সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল হাসনাত, সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ৭:০০:৩৭   ৫০৪ বার পঠিত   #  #  #  #  #  #