শনিবার, ৬ অক্টোবর ২০১৮
ভাঙ্গায় কাজী জাফর উল্লাহ্ কর্তৃক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
Home Page » প্রথমপাতা » ভাঙ্গায় কাজী জাফর উল্লাহ্ কর্তৃক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
এস এম শাকিল আহমাদ, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ- ফরিদপুরের ভাঙ্গায় বাংলাদেশ আওয়ামীলীগের অন্যতম প্রভাবশালী প্রেসিডিয়াম মেম্বার কাজী জাফরউল্লাহ্ কর্তৃক অসহায়, গরীব-দুঃখীদের সেবা প্রদানের লক্ষে দুই দিন ব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্র ও শনিবার সকাল ৮টা ৩০ থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের কাজী ওয়ালী উল্লাহ্ উ”চ বিদ্যালয় প্রাঙ্গণে আন্তঃর্জাতিক খ্যাতি সম্পন্ন নিউরোলজিস্ট অধ্যাপক কাজী দীন মোহাম্মদ সহ প্রায় ত্রিশ জন দেশ সেরা বিশেষজ্ঞ ডাক্তারগণ সেবা প্রদান করেছেন। উক্ত ক্যাম্পে ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসনের প্রায় ছয় হাজার রোগীদের বিনামূল্যে সেবা প্রদান করা হয়েছে। এবিষয়ে হাজী আব্দুল মান্নান শিকদার, শেফালী সাহা সহ কয়েকজন বলেন, কাজী জাফরউল্লাহ্র জন্য আজ বাড়ীর পাশে স্বনামধন্য দেশ সেরা ডাক্তারদের কাছ থেকে সেবা পেয়েছি।
এব্যাপারে কাজী জাফরউল্লাহ্ বলেন, আমাদের কর্তব্য হচ্ছে মানুষ সেবা করা। দুস্থ্য-গরীব মানুষের পাশে আমাদের থাকা প্রয়োজন। এটাই আমাদের আওয়ামীলীগের নীতি, এটাই আমাদের প্রাণ প্রিয় নেত্রী শেখ হাসিনার নির্দেশ। তিনি বলেন, শেখ হাসিনার নির্দেশে আমরা যারা আগামী নির্বাচনে নির্বাচন করতে চাই, আমরা নিজ নিজ আসন থেকে গরীব দুঃখী মানুষের পাশে থেকে তাঁদের যেসব আপদ-বিপদ আছে তাঁদের ভাগী হতে চাই এবং তারই ধারাবাহীকতায় দুইদিন ব্যাপি বিশাল ফ্রি মেডিকেল ক্যাম্প করেছি। তিনি আরও বলেন, ভবিষ্যতেও এ উদ্যোগ গ্রহণ অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ২০:৫৪:৪৬ ৭৩৫ বার পঠিত #ভাঙ্গায় কাজী জাফর উল্লাহ্ কর্তৃক ফ্রি মেডিকেল ক্যাম্প অ