শুক্রবার, ৫ অক্টোবর ২০১৮

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে কমিশন:সিইসি

Home Page » জাতীয় » আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে কমিশন:সিইসি
শুক্রবার, ৫ অক্টোবর ২০১৮



ছবি সংগৃহীত

বঙ্গ-নিউজ: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে কমিশন, তবে সব রাজনৈতিক দলের মতামত নিয়েই তা ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

শুক্রবার (৫ অক্টোবর) বিকেল ৪ টায় সিলেট নগরের আলীয়া মাদ্রাসা মাঠে উন্নয়ন মেলায় ইভিএম প্রদর্শনী পরিদর্শন কালে তিনি একথা বলেন।

এর আগে শুক্রবার (৫ অক্টোবর) দুপুরে প্লেনে করে তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এসে পৌঁছান। সেখান থেকে সিলেট সার্কিট হাউসে যান। এরপর রাতে সিলেট সার্কিট হাউসে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন।

পরদিন শনিবার (৬ অক্টোবর) সকাল ১০টায় তিনি সুনামগঞ্জের উদ্দেশে রওয়ানা হবেন। বিকেল ৩টায় সেখানে একাদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সিলেট ও সুনামগঞ্জের জেলা নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে যোগ দেবেন। রোববার (৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধান নির্বাচন কমিশনার প্লেনে করে ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করবেন।

সিলেটে কর্মরত নির্বাচনী কর্মকর্তা এমদাদুল হক সিইসির সফরসূচির এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০:০৬:৩০   ৪১২ বার পঠিত   #  #  #  #  #  #