শুক্রবার, ৫ অক্টোবর ২০১৮

এ বছর শান্তিতে নোবেল পেলেন মুরাদ ও মুকওয়েজি

Home Page » Wishing » এ বছর শান্তিতে নোবেল পেলেন মুরাদ ও মুকওয়েজি
শুক্রবার, ৫ অক্টোবর ২০১৮



মুরাদ ও মুকওয়েজি

বঙ্গ-নিউজঃ  এ বছর শান্তিতে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন ইরাকের কুর্দি মানবাধিকারকর্মী নাদিয়া মুরাদ এবং কঙ্গোর চিকিৎসক ডেনিস মুকওয়েজি।

যুদ্ধে যৌন সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের স্বীকৃতি হিসেবে শুক্রবার নরওয়ের নোবেল কমিটি এ পুরস্কারের জন্য তাদের নাম ঘোষণা করে বলে গার্ডিয়ানের এক প্রতিবেদনে জানানো হয়।

আগামী ১০ ডিসেম্বর নরওয়ের অসলোতে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার তুলে দেওয়া হবে।

নোবেল কমিটির এক টু্ইটার বার্তায় জানানো হয়, পুরস্কার হিসেবে পাওয়া ৯০ লাখ সুইডিশ ক্রোনার ভাগ করে নেবেন নাদিয়া মুরাদ এবং ডেনিস মুকওয়েজি।

চিকিৎসায় নোবেল ঘোষণার মধ্যে দিয়ে গত সোমবার এবারের নোবেল পুরস্কার ঘোষণা শুরু হয়। সোমবার অর্থনীতিতে এ বছরের জন্য নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

যৌন নিপীড়নের এক ঘটনায় এবারের সাহিত্যের নোবেল পুরস্কার স্থগিত করেছে রয়েল সুইডিশ অ্যাকাডেমি।

বাংলাদেশ সময়: ১৯:২৮:৫৪   ৭২৯ বার পঠিত   #  #  #  #