শুক্রবার, ৫ অক্টোবর ২০১৮

মধ্যনগরে টাংগুয়ার হাওর সমাজ ভিত্তিক সহ-ব্যাবস্থাপনা সোসাইটির মানববন্ধন

Home Page » এক্সক্লুসিভ » মধ্যনগরে টাংগুয়ার হাওর সমাজ ভিত্তিক সহ-ব্যাবস্থাপনা সোসাইটির মানববন্ধন
শুক্রবার, ৫ অক্টোবর ২০১৮



---স্টাফ রিপোর্টার,বঙ্গ-নিউজঃঃসুনামগঞ্জের মধ্যনগর থানার বংশীকুণ্ডা মমিন উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে টাংগুয়ার হাওরের অন্তর্ভুক্ত আইন্যা-কলমা বিলের ইজারা বাতিলের দাবিতে ঘন্টাব্যাপী মানব বন্ধন করে টাংগুয়ার হাওর ব্যাপস্থাপনা কমিটি ।এতে টাংগুয়া হাওর পারের ৮২টি গ্রাামের  বিভিন্ন শ্রেণীপেশার লোকজন অংশগ্রহন করে।

মানব বন্ধনে বক্তব্য রাখেন টাংগুয়ার হাওর সহ-ব্যাবস্থাপনা কেন্দ্রীয় কমিটির সভাপতি বজলুর রহমান,সাধারন সম্পাদক আলী উসমান বাদল,বংশীকুণ্ডা দক্ষিণ টাংগুয়ার সহ ব্যাবস্থাপনা কমিটির সভাপতি রাখাল চন্দ্র সরকার,শ্রীপুর উত্তর ইউনিয়ন টাংগুয়ার হাওর সহ ব্যাবস্থাপনা কমিটির সভাপতি আব্দুস সাত্তার ও অন্যানরা।

মানব বন্ধনে বক্তরা বলেন, আমাদের টাংগুয়ার হাওর পারের ৮২টি গ্রামের  ৮০শতাংশ মানুষ সরাসরি মাছ ধরে জীবিকা নির্বাহ করে। কিন্তু এই বিশাল জনগোষ্ঠীর  অধিকার হরন করে একদল লোক সরকারের কাছ থেকে ইজারা এনেছে। সাধারন জেলে আইন্যা-কলমা বিলে মাছ ধরতে গেলে ইজারা সন্ত্রাসেরা তাদের ওপর অর্তকিত হামলা চালায়।তাই এই সাধারন ছেলেদের দাবি এই ইজারা বাতিল করে ।জলশায় দুটো সাধারন জেলেদের উন্মুক্ত করে দেওয়ার আহবান জানান । তা না হলে তারা আগামী দিনে আরোও কঠোর কর্মসূচির ডাক দিবে বলে বক্তরা জানান।

বাংলাদেশ সময়: ১৮:২৬:২৮   ৭০১ বার পঠিত