রবিবার, ৩০ সেপ্টেম্বর ২০১৮
ভাঙ্গায় স্বেচ্ছা সেবকলীগের নেতা-কর্মীদের উপর হামলা কারীদের অবিলম্বে গ্রেফতারের দাবীতে থানা ঘেরাও, মহা সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল
Home Page » প্রথমপাতা » ভাঙ্গায় স্বেচ্ছা সেবকলীগের নেতা-কর্মীদের উপর হামলা কারীদের অবিলম্বে গ্রেফতারের দাবীতে থানা ঘেরাও, মহা সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল
এস এম শাকিল আহমাদ, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ- ফরিদপুরের ভাঙ্গায় স্বেচ্ছা সেবকলীগের নেতা-কর্মীদের উপর হামলা কারীদের অবিলম্বে গ্রেফতারের দাবীতে থানা ঘেরাও, মহা সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ও পৌর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছা সেবকলীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। রবিবার সকালে ঐতিহাসিক ভাঙ্গা ঈদগাহ ময়দান থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে পৌরসভার সম্মুখে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে ঢাকা-খুলনা মহাসড়কে প্রায় ঘন্টা ব্যাপি টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন নেতা-কর্মীরা। দাবী মেনে নেওয়ায় বাংলাদেশ আওয়ামীলীগের অন্যতম প্রেসিডিয়াম মেম্বার কাজী জাফরউল্লাহ্’র নির্দেশে, পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আবু ফয়েজ মোঃ রেজার অনুরোধে বিক্ষিপ্ত নেতা-কর্মীরা এসময় তাঁদের কর্মসূচি প্রত্যাহার করেন।
বাংলাদেশ সময়: ১৫:৫১:১০ ৮৭৬ বার পঠিত