রবিবার, ৩০ সেপ্টেম্বর ২০১৮
অক্টোবরে দেশের তিন বিভাগীয় শহর ও এক জেলায় মহাসমাবেশের ঘোষণা ১৪ দলের
Home Page » প্রথমপাতা » অক্টোবরে দেশের তিন বিভাগীয় শহর ও এক জেলায় মহাসমাবেশের ঘোষণা ১৪ দলের
বঙ্গ-নিউজ: নির্বাচনী জনসংযোগের অংশ হিসেবে অক্টোবরে দেশের তিন বিভাগীয় শহর ও এক জেলায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট। শনিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে মহানগর নাট্যমঞ্চে ১৪ দল আয়োজিত কর্মীসমাবেশে এ কর্মসূচি ঘোষণা করেন ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।
নাসিম বলেন, আগামী ৯ অক্টোবর রাজশাহী, ১০ অক্টোবর নাটোর ও ১৩ অক্টোবর খুলনায় সমাবেশ করা হবে। এছাড়া অক্টোবর মাসের যেকোনো দিন নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতি নিয়ে ঢাকায় মহাসমাবেশ করবে ১৪ দল।
তিনি বলেন, বিএনপি অক্টোবরে নাকি মাঠে নামবে। তাদের ওই অক্টোবর আর আসবে না। আক্টোবরে আমরা মাঠ গরম করে ফেলব।
এর আগে শনিবার বিকেল পৌনে ৪টার দিকে ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে এ কর্মী সমাবেশ শুরু হয়। বিএনপির অব্যাহত মিথ্যাচার ও চক্রান্তের বিরুদ্ধে এ সমাবেশের ডাক দেয় ১৪ দলীয় জোট। এ দিন বেলা ২টা থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে জোটের নেতাকর্মীরা স্লোগান সহকারে সমাবেশস্থলে আসতে থাকেন। ‘নৌকা, শেখ হাসিনা’ স্লোগান নিয়ে জোট নেতৃত্বাধীন দলের নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। এ সময় স্লোগানে নাট্যমঞ্চের অডিটোরিয়াম মুখরিত হয়ে ওঠে।
ঢাকা মহানগর ১৪ দলের সমন্বয়ক ও ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, বাংলাদেশ জাসদ সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, জেপি মহাসচিব শেখ শহীদুল ইসলাম, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাৎ হোসেন, বাংলাদেশ জাসদ সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার, বাসদের আহ্বায়ক রেজাউর রশীদ খান প্রমুখ।
সমাবেশে ব্যাপক শোডাউন: ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মশিউর রহমান মোল্লা সজলের নেতৃত্বে দুপুর ২টায় ঢাকা মহানগর নাট্যমঞ্চে ১৪ দল আয়োজিত কর্মীসমাবেশে বাদ্য যন্ত্র ও মিছিল সহকারে যোগ দেন। এ সময় প্রায় ৫শতাধিক নেতাকমী বর্তমান সরকারের উন্নয়নে তুলে ধরে ‘নৌকা-শেখ হাসিনা’ স্লোগান দেয়। তাদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে নাট্যমঞ্চের অডিটোরিয়াম।
একইভাবে ওয়ারী থানা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী আশিকুর রহমান লাভলুসহ রাজধানীর প্রতিটি থানা-ওয়ার্ড থেকে বাদ্য বাজনা ও মিছিল সহকারে ১৪ দলের সমাবেশে আগত নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে কর্মীসমাবেশস্থল মহানগর নাট্যমঞ্চে।
এ সময় রাজধানীর বিভিন্ন থানা থেকে আগত নেতাকর্মীরা বলেন, নির্বাচন সামনে রেখে সরকারবিরোধী নানামুখী ষড়যন্ত্র মোকাবিলায় দেশবাসীকে সজাগ ও সতর্ক রাখতে জাতীয় নির্বাচন পর্যন্ত মাঠ দখলে রাখার যে ঘোষণা দিয়েছে ১৪ দলের নেতারা, তা বাস্তবায়ন করবেন।
বাংলাদেশ সময়: ৮:০০:৪৯ ৪৬৩ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম