রবিবার, ৩০ সেপ্টেম্বর ২০১৮

ছলচাতুরীর নির্বাচন হলে গণতন্ত্র শেষ হয়ে যাবে: বি. চৌধুরী

Home Page » আজকের সকল পত্রিকা » ছলচাতুরীর নির্বাচন হলে গণতন্ত্র শেষ হয়ে যাবে: বি. চৌধুরী
রবিবার, ৩০ সেপ্টেম্বর ২০১৮



ছবি সংগৃহীত
বঙ্গ-নিউজঃ যুক্তফ্রন্ট চেয়ারম্যান ও বিকল্পধারার সভাপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, ছলচাতুরীর নির্বাচন হলে বাংলাদেশের গণতন্ত্র চিরতরে শেষ হয়ে যাবে। এবারের সংগ্রাম হবে মানুষের অধিকারের সংগ্রাম। যারাই গণতন্ত্রের সপক্ষের শক্তি, তাদের জেগে উঠতে হবে। প্রতিবাদ করতে হবে। প্রহসনের নির্বাচন আমরা মানব না। জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা, এটাই হচ্ছে একমাত্র সংগ্রাম।

শনিবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ-আইডিইবি মিলনায়তনে বাংলাদেশ মুসলিম লীগের নবম জাতীয় কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

বাংলাদেশ মুসলিম লীগের ভারপ্রাপ্ত সভাপতি বদরুদ্দোজা সুজার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ, মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির শাহ আতাউল্লাহ, নেজামে ইসলাম পার্টির মুফতি ইজাহারুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ৬:৪৬:৩৪   ৪৫৫ বার পঠিত