শনিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৮
ভারতের বিপক্ষে ফাইনালের মত হাইভোল্টেজ ম্যাচে লিটন দাসে মনে রাখার মত এক সেঞ্চুরি
Home Page » এক্সক্লুসিভ » ভারতের বিপক্ষে ফাইনালের মত হাইভোল্টেজ ম্যাচে লিটন দাসে মনে রাখার মত এক সেঞ্চুরি
বঙ্গ-নিউজ: বড় স্টেজে বিশেষত ফাইনালের মত হাইভোল্টেজ ম্যাচে এরকম সেঞ্চুরি হাঁকানো সহজ কথা নয়। তাতে যদি প্রতিপক্ষ হয় ভারতের মত এতো শক্তিশালী। কিন্তু লিটন দাস নিজের ক্লাস চেনালেন। সবাইকে অবাক করে দিয়ে উত্তেজনার উত্তাপ ছড়ানো ম্যাচকেই বেছে নিলেন নিজের মঞ্চ হিসেবে। ভারতীয় বোলারদের উপর পুরো সময় আধিপত্য করে আদায় করে নিলেন মনে রাখার মত এক সেঞ্চুরি।
শুরুটা হল বেশ সতর্কভাবে। সলিড ডিফেন্স আর স্টিকি সিঙ্গেল নিয়ে সচল রাখলেন স্কোরবোর্ড। এরপরই শুরু হল লিটন ম্যাজিক। ফুটওয়ার্ক ঠিক রেখে আক্রমণ শুরু করলেন তিনি। একের পর এক বাউন্ডারিতে দ্রুত এগিয়ে নিতে থাকলেন স্কোর।
মিরাজ ও লিটনের ১২০ রানের অসাধারণ ওপেনিং পার্টনারশিপের পর, আর দাঁড়াতে পারেনি বাংলাদেশের ব্যাটিং অর্ডার। সবার আত্মহত্যার ভিড়েও লিটন এক প্রান্তে একাই খেলে গেলেন নিজের ইনিংস। দলীয় ১৮৮ রানের মাথায় আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে যথন আউট হলেন, তখন নিজের নামের পাশে ঝকঝক করছে ১১৭ বলে ১২১ রানের দুর্দান্ত এক ইনিংস। ১২টি চার ও ২টি ছক্কায় সাজানো মহাকাব্যিক শতকটি।
শেষতক এ ইনিংস বাংলাদেশকে জেতাতে পারেনি। বরং মিডল অর্ডারদের একের পর এক আত্নহত্যায় শেষ পর্যন্ত ২২২ রানে থেমে যায় টাইগারদের ইনিংস। তবে তারপরও যেভাবে নিজেকে যেভাবে তিনি মেলে ধরেছেন, তাতে অদূর ভবিষ্যতে অন্য এক লিটন দাসকেই পাবে টাইগাররা, তা বলাই যায়। আন্তর্জাতিক পরিসরে এভাবে তিনি নিজেকে আরো উজ্জ্বল অবস্থানে নিয়ে যান ক্রিকেটপ্রেমীদের প্রার্থণা থাকবে সেটাই।
বাংলাদেশ সময়: ৯:৩৪:১৬ ৪২১ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম