শুক্রবার, ২৮ সেপ্টেম্বর ২০১৮

রোহিঙ্গাদের উপস্থিতি বাংলাদেশের অর্থনীতি, পরিবেশ এবং নিরাপত্তায় বিরাট হুমকি : শেখ হাসিনা

Home Page » অর্থ ও বানিজ্য » রোহিঙ্গাদের উপস্থিতি বাংলাদেশের অর্থনীতি, পরিবেশ এবং নিরাপত্তায় বিরাট হুমকি : শেখ হাসিনা
শুক্রবার, ২৮ সেপ্টেম্বর ২০১৮



ছবিঃ সংগৃহীত

বঙ্গ-নিউজ: জাতিসংঘের সদর দপ্তরে রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘুদের বিষয়ে ওআইসি কন্টাক্ট গ্রুপের সভায় রোহিঙ্গাদের উপস্থিতি বাংলাদেশের অর্থনীতি, পরিবেশ এবং নিরাপত্তায় হুমকি সৃষ্টি করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) জাতিসংঘের সদর দপ্তরে ওআইসি কন্টাক্ট গ্রুপের সভায় বক্তব্য দেয়ার সময় একথা জানান তিনি।

শেখ হাসিনা বলেন, নিজেদের ভূমিতে ‘গণহত্যার’ শিকার রোহিঙ্গা মুসলমানরা মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আসতে শুরু করেছে প্রায় এক বছরের বেশি সময় ধরে। আমার সরকার নৈতিক এবং মানবিক কারণে সীমান্ত খুলে দিয়ে ও জরুরি সহায়তা দিয়ে রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছে।

তিনি বলেন, প্রতিবেশী দেশ হিসেবে আমরা শুরু থেকেই এই সমস্যা সমাধানের পথ খুঁজে বের করতে মিয়ানমারের সঙ্গে আলোচনা করে আসছি। তবে তাদের কাছ থেকে আশানুরূপ সাড়া আমরা পাচ্ছি না।

তিনি আরও বলেন, এই সমস্যা সমাধানে শুধুমাত্র দ্বিপক্ষীয় আলোচনায় কোনও সুফল বয়ে আনবে না। এজন্য অন্তর্জাতিক উদ্যোগ প্রয়োজন। কেবলমাত্র আন্তর্জাতিক চাপের মুখে মিয়ানমার তার অবস্থানের পরিবর্তন করতে পারে।

তিনি বলেন, বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের টেকসই স্বদেশ প্রত্যাবর্তনে অনুকূল পরিবেশ সৃষ্টি এবং তাদের ওপর সংঘটিত নৃশংসতার জবাবদিহিতা নিশ্চিতের জন্য মিয়ানমারের ওপর চাপ বাড়ানোর প্রচারণায় নেতৃত্ব দিতে আমি মুসলিম উম্মাহর প্রতি আহ্বান জানাচ্ছি।

তিনি আরও বলেন, ওআইসির সদস্য দেশগুলোকে খুঁজে বের করতে হবে সারাবিশ্বে মুসলমানরা কেন নির্যাতিত ও ক্ষতিগ্রস্ত হচ্ছে। মুসলমানরা কেন একে অন্যের বিরুদ্ধে লড়াই করছে। যদি কোনও সমস্যা থেকে থাকে, তবে তা দ্বিপাক্ষিক বা আঞ্চলিকভাবে আলোচনার মাধ্যমে সমাধান করা যেতে পারে।

সৌদি আরবের স্থায়ী মিশন এবং ওআইসি সচিবালয় যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। সভায় ওআইসির মহাসচিব ড. ইউসেফ আল ওথেইমীনও বক্তৃতা করেন।

বাংলাদেশ সময়: ৮:৫৫:১৯   ৪৮৪ বার পঠিত   #  #  #  #  #  #