বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৮
যারা জনগণের সঙ্গে প্রতারণা করে তাদের ফেল করাতে হবে ড. কামাল
Home Page » প্রথমপাতা » যারা জনগণের সঙ্গে প্রতারণা করে তাদের ফেল করাতে হবে ড. কামাল
বঙ্গ-নিউজ: আইন দিয়ে সংবাদপত্রের স্বাধীনতা কেন খর্ব করা হবে? মুক্তিযুদ্ধের সময় ইত্তেফাকের ভূমিকা কী ছিল তারা ভুলে গেছে? যারা জনগণের সঙ্গে প্রতারণা করে তাদের ফেল করাতে হবে। রাস্তায় না নামলে যারা ক্ষমতায় আছে তারা মনে করে পার পেয়ে যাবে। বলেছেন সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন।
বুধবার (২৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে বরেণ্য সাংবাদিক আতাউস সামাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, মুজিবকোট পরে যদি কেউ মানবাধিকার লঙ্ঘন করে, দুর্নীতি করেন—এর চেয়ে বেশি বঙ্গবন্ধুকে অসম্মান করা যায় না। বর্তমান শাসন ব্যবস্থার মধ্যে এমন কিছু লোক ঢুকে গেছে যারা বঙ্গবন্ধুকে অসম্মান করে। মুক্তিযুদ্ধের দলিল দেখতে হলে আমাদের জাদুঘরে যেতে হবে। মানবাধিকার সংবিধানে থাকলেও বাস্তবে আছে কিনা তা দেখতে হবে।
ডিজিটাল নিরাপত্তা আইন পাস হয়েছে, কিন্তু পাস করা আইনকেও ফেল করানো যায় উল্লেখ করে ড. কামাল বলেন, ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে এ আইনকে ফেল করাব। সংবাদপত্রের স্বাধীনতা অবশ্যই থাকতে হবে। এটা স্বাধীন বাংলাদেশের অন্যতম কথা।
অনুষ্ঠানে নিউজ টুডে রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, সাংবাদিক আতাউস সামাদ গণতন্ত্রকে শক্তিশালী করতে, মুক্ত সাংবাদিকতার জন্য কাজ করে গেছেন। তিনি থাকলে সাংবাদিকদের পাশে দাঁড়াতেন, ডিজিটাল নিরাপত্তা আইনের বিরুদ্ধে কথা বলতেন।
সত্য প্রকাশের জন্য সৎ সাংবাদিক দরকার জানিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, সংবাদপত্রের কণ্ঠরোধ হলে তখন দেশে আর গণতন্ত্র থাকে না। গণতন্ত্রবিহীন উন্নয়ন করে তখন আর লাভ হয় না। আর বাক-স্বাধীনতা না থাকলে স্বাধীনতা অর্জন অর্থহীন হয়ে যায়। ডিজিটাল নিরাপত্তা আইনের চেয়ে খারাপ আইন আর হতে পারে না।
আতাউস সামাদ স্মৃতি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, নিউজ টুডে সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, সাংবাদিক জাহিদুজ্জামান ফারুক, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, বিএফইউজে একাংশের সভাপতি রুহুল আমিন গাজী, ঢাকা সাংবাদিক ইউনিয়ন একাংশের সভাপতি কাদের গনি চৌধুরী ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান, নারী সাংবাদিক কেন্দ্রের সাধারণ সম্পাদক পারভীন সুলতানা ঝুমা প্রমুখ বক্তব্য দেন।
বাংলাদেশ সময়: ৯:৪০:১২ ৪০৮ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম