মঙ্গলবার, ১৮ জুন ২০১৩

সৌদি প্রবাসীরা বৈধ না হলে শাস্তি

Home Page » জাতীয় » সৌদি প্রবাসীরা বৈধ না হলে শাস্তি
মঙ্গলবার, ১৮ জুন ২০১৩



soyde-300x166.pngবঙ্গ- নিউজ ডটকমঃ সৌদি প্রবাসীদের বৈধ হওয়ার মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩ জুলাই। এই সময়ের পর অবৈধ শ্রমিক ধরা পড়লে তাকে দুই বছরের জেল এবং এক লাখ রিয়াল জরিমানা করা হবে। সৌদি প্রবাসীদের জন্য এই বিষয়টি এখন টক অব দ্যা কান্ট্রি।এদিকে সোমবার সকাল থেকেই শ্রমিকদের মোবাইলে ম্যাসেজ আসছে সৌদি শ্রম মন্ত্রণালয় থেকে।

এছাড়া, শাস্তি এড়াতে ৩ জুলাই ২০১৩ অন্তর্বর্তী সময়ের মধ্যে আবাসন ও ওয়ার্ক পারমিটের অবস্থা সঠিক করার জন্য বলা হয়েছে।

বিপুলসংখ্যক অবৈধ শ্রমিকের বৈধতার জন্য তিন মাসের সময় যথেষ্ট নয় উল্লেখ করে, গত কয়েক দিন থেকে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতসহ বিভিন্ন সংগঠন সময় বাড়ানোর অনুরোধ করলেও এখন পর্যন্ত তেমন কোন সাড়া পাওয়া যায়নি সৌদি কর্তৃপক্ষের।

উল্লেখ্য, সৌদি বাদশার ঘোষিত বিশেষ ক্ষমার মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩ জুলাই। এই সময়ের পর অবৈধ শ্রমিক ধরা পড়লে তাকে দুই বছরের জেল এবং এক লাখ রিয়াল জরিমানা করা হবে।

বাংলাদেশ সময়: ২১:৩৭:১৮   ৪১৮ বার পঠিত