সোমবার, ২৪ সেপ্টেম্বর ২০১৮
জাতিসংঘের ৭৩তম সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
Home Page » জাতীয় » জাতিসংঘের ৭৩তম সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বঙ্গ-নিউজ: জাতিসংঘের ৭৩তম সাধারণ অধিবেশনে যোগ দিতে লন্ডন হয়ে যুক্তরাষ্ট্র পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে নিউ জার্সির নিউয়ার্ক লিবার্টি বিমানবন্দরে নামেন।
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন ও যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন সেখানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ।
এরপর প্রধানমন্ত্রী নিউ ইয়র্কের গ্র্যান্ড হায়াত হোটেলে উঠেছেন।
এরআগে ঢাকা থেকে রওনা হয়ে গত শুক্রবার লন্ডনে পৌঁছান শেখ হাসিনা। যুক্তরাজ্যে একদিন কাটিয়ে যুক্তরাষ্ট্রে গেলেন তিনি।
প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দেয়ার পাশাপাশি ১০ দিনের এই সফরে কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে যোগ দেবেন। রোহিঙ্গা সঙ্কটের টেকসই সমাধানের পথে প্রতিবন্ধকতাগুলো সেখানে তিনি বিশ্বনেতাদের সামনে তুলে ধরবেন।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ছাড়াও একাধিক বিশ্বনেতার সঙ্গে অধিবেশনের ফাঁকে বৈঠক করার কথা রয়েছে শেখ হাসিনার।
এছাড়া জাতিসংঘে আসা বিশ্ব নেতাদের সম্মানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানেও তিনি যোগ দেবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘে এবারের সফরে ৫০ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। ব্যবসায়ীদের ২০০ সদস্যের একটি প্রতিনিধি দলও শেখ হাসিনার সফরসঙ্গী রয়েছে।
বাংলাদেশ সময়: ৮:২২:৪৭ ৫০৭ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম