মঙ্গলবার, ১৮ জুন ২০১৩

ন্যাটোর কাছ থেকে দায়িত্ব নিলো আফগানিস্তান

Home Page » বিশ্ব » ন্যাটোর কাছ থেকে দায়িত্ব নিলো আফগানিস্তান
মঙ্গলবার, ১৮ জুন ২০১৩



nato-300x169.pngবঙ্গ- নিউজ ডটকমঃ আফগানিস্তানে মার্কিন আগ্রাসনে ২০০১ সালে তালেবান শাসন উৎখাতের পর অবশেষে ন্যাটোর নেতৃত্বাধীন বিদেশী বাহিনীর কাছ থেকে দেশের জাতীয় নিরাপত্তার দায়িত্ব নিয়েছে আফগান সেনারা।আন্তর্জাতিক নিরাপত্তা সহযোগিতা বাহিনী হামিদ কারজাইয়ের উপস্থিতিতে সর্বশেষ ৯৫টি জেলার নিরাপত্তার দায়িত্ব হস্তান্তর করেছে। এসব জেলাগুলো মধ্যে তালেবানের মূল ঘাঁটিসহ রয়েছে কান্দাহার প্রদেশের ১৩টি জেলা।

এ দিনটিকে ঐতিহাসিক দিন এবং ব্যক্তিগত দিক থেকে গৌরবময় মুহূর্ত বলে অভিহিত করে কাবুলে এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট হামিদ কারজাই বলেন, আমাদের নিজস্ব নিরাপত্তা বাহিনী সব নিরাপত্তা কর্মকান্ড পরিচালনা করবে বুধবার থেকে।

এ বিষয়ে ইসাফের কমান্ডার জেনারেল জোসেফ ডানফোর্ড বলেছেন, এখন থেকে আফগান সেনারা তাদের এই দায়িত্ব পালন করতে পারবে।

আফগান নিরাপত্তা বাহিনীর সদস্য সংখ্যাও ৪০ হাজার থেকে বাড়িয়ে তিন লাখ ৫০ হাজার করা হয়েছে।

তবে এলাকাগুলোর দায়িত্ব হস্তান্তরের পরও আফগান বাহিনীর প্রশিক্ষণ ও সহযোগিতার জন্য এক লাখ মার্কিন বাহিনী দেশটিতে থাকবে বলে জানা গেছে।

২০১৪ সালের শেষ নাগাদ আফগানিস্তানে থাকবে বিদেশি সেনারা। তারা প্রয়োজনে সামরিক সহায়তা দেবে।

কাবুলের পশ্চিমাঞ্চলে আত্মঘাতী বোমা হামলার কিছু সময় পরই ওই দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান হয়। হামলায় ‘আফগানিস্তান ইন্ডিপেনডেন্ট হিউম্যান রাইটস কমিশন’ এর তিন কর্মচারি নিহত এবং ২০ জনেরও বেশি মানুষ আহত হয়।

বাংলাদেশ সময়: ২১:৩২:২৮   ৪১১ বার পঠিত