মঙ্গলবার, ১৮ জুন ২০১৩

নিত্যপন্যের দাম বেড়েছে রমজানের আগেই

Home Page » জাতীয় » নিত্যপন্যের দাম বেড়েছে রমজানের আগেই
মঙ্গলবার, ১৮ জুন ২০১৩



bazar-300x200.jpgবঙ্গ- নিউজ ডটকমঃ আসন্ন রমজানকে কেন্দ্র করে আগে থেকেই বেড়ে গেছে বেশ কিছু নিত্যপণ্যের দাম। যার মধ্যে আছে ব্রয়লার মুরগি, ভোজ্যতেল, ছোলা, চিনি।এক মাসেরও কম সময় বাকি রমজান মাস শুরু হতে। এর আগেই দফায় দফায় বাড়তে শুরু করেছে এসব নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। এক সপ্তাহের ব্যবধানে বাজারে ব্রয়লার মুরগীর দাম বেড়েছে কেজিতে অন্তত পাঁচ টাকা। দেশি পেঁয়াজের দাম গেল এক সপ্তাহে কেজিপ্রতি বেড়েছে তিন থেকে চার টাকা। এছাড়া, প্রতি কেজি ছোলার দাম বেড়েছে পাঁচ টাকা করে। বেড়েছে সয়াবিন ও পাম তেলের দামও। এছাড়াও, অন্তত দুই টাকা করে বেড়েছে প্রতি কেজি চিনির দাম।

তবে বিক্রেতারা মনে করছেন বাজার স্বাভাবিক রয়েছে। চাহিদা বেড়ে যাওয়ায় কোন কোন পণ্যের দাম কিছুটা বেড়েছে বলেও জানান তারা।

দাম কিছুটা বাড়ার জন্য খুচরা ব্যবসায়ীরা বরাবরের মতোই পাইকার এবং আমদানীকারকদের দায়ী করছেন। আর ক্রেতারা বলছেন এটি দাম বাড়ানোর পুরনো ওজর।

মাছের বাজারে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। দেশী মাছের দাম কমেছে এমন দাবী বিক্রেতার, তবে ইলিশের দাম সাধারনের নাগালের বাইরে।

এদিকে, রমজানে পণ্যমূল্য স্বাভাবিক রাখার উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। একই সাথে কেউ বাজার অস্থিতিশীল করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আশ্বাসও দিয়েছে মন্ত্রণালয়।

অন্যদিকে টিসিবি জানিয়েছে, রমজান উপলক্ষ্যে ছোলা, ডাল, চিনি ও ভোজ্যতেল প্রয়োজনের চেয়ে বেশী মজুদ করা হয়েছে।

এক নির্ভরযোগ্য সূত্র জানান, আগামী সপ্তাহ থেকে রমজান উপলক্ষে প্রথমবারের মত ৫৭টি জেলা সদরে টিসিবির ট্রাক সেলের কার্যক্রম শুরু হবে।

বাংলাদেশ সময়: ২১:২৬:৫৩   ৪৩০ বার পঠিত