বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর ২০১৮

ভারতের আধিপত্যের কাছে অসহায় আত্নসমর্পনই হলো পাকিস্তানের

Home Page » ক্রিকেট » ভারতের আধিপত্যের কাছে অসহায় আত্নসমর্পনই হলো পাকিস্তানের
বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর ২০১৮



 

 

পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ

স্বপন চক্রবর্তী,  বঙ্গ-নিউজ:  চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সাথে সবসময়ই তুমুল উত্তেজনাকর খেলা উপহার দেয় পাকিস্তান। কিন্তু এবারের এশিয়া কাপে দেখা গেল না সেই লড়াইয়ের উত্তাপ। বরং ভারতের একচ্ছত্র আধিপত্যের কাছে অসহায় আত্নসমর্পনই হয়ে উঠল ম্যাচের নিয়তি। ৮ উইকেটে এমন তিক্ত হারের পর স্বাভাবিকভাবেই তাই নিজেদের দায় স্বীকার করলেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ, ‘আসলে ম্যাচের শুরুতেই আমরা পিছিয়ে পড়েছিলাম। দুই ওপেনারের বিদায়ের পর যে চাপ তৈরী হয়েছিল তা আমরা যথাযথভাবে মোকাবেলা করতে পারিনি।’

হারের কারণ হিসেবে বললেন খারাপ ব্যাটিংয়ের কথা, ‘এ ম্যাচে আমরা মোটেও ভালো ব্যাট করতে পারিনি। বাবর আজম ছাড়া প্রায় সব ব্যাটসম্যানই নিজেদের উইকেট বিলিয়ে দিয়ে এসেছে। আমাদের শট সিলেকশনে ভুল ছিল।’

এছাড়া জয়ী দল হিসেবে ভারতকেও কৃতিত্ব দিলেন সরফরাজ, ভারত অবশ্যই ভালো ক্রিকেট খেলেছে। আমরা তাদের স্পিন বোলারদের সঠিকভাবে খেলতে পারিনি। তবে চেষ্টা থাকবে আরো ভালোভাবে পরবর্তী ম্যাচগুলোতে কামব্যাক করার। আমরা অবশ্যই এ ম্যাচের ভুল থেকে শেখার চেষ্টা করব।’

বাংলাদেশ সময়: ৮:৫৪:২৫   ৫১১ বার পঠিত   #  #  #  #  #  #