সোমবার, ১৭ সেপ্টেম্বর ২০১৮
ভাঙ্গায় জমি সংক্রান্তের জের ধরে অতর্কিত হামলায় নারীসহ গুরুত্বর আহত-৫ মামলায় আটক-২
Home Page » প্রথমপাতা » ভাঙ্গায় জমি সংক্রান্তের জের ধরে অতর্কিত হামলায় নারীসহ গুরুত্বর আহত-৫ মামলায় আটক-২
এস এম শাকিল আহমাদ, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:- ফরিদপুরের ভাঙ্গায় কাপুড়িয়া সদরদী গ্রামে প্রতিপক্ষের অতর্কিত হামলায় মো: বাবুল শেখ (৪২), মো: কাবুল শেখ (৩৫) ও মো: সজিব শেখ (২৩) গুরুত্বর আহত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এছাড়াও শিউলি বেগম (৩৪) ও চম্পা বেগম (৪১) ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে। মামলা ও পুলিশসুত্রে জানাগেছে, রবিবার সকালে বাড়ীর পাশে ব্যবসায়ের উদ্দেশ্যে মো: কাবুল শেখ অটো ভ্যানে কলা উঠানোর সময় জমি সংক্রান্ত বিষয়ের জের ধরে সোবাহান শেখের (৫৮) হুকুমে কাওছার শেখ (৪৮), খবির শেখ (৪৫), কবির শেখ (৪০), মিজানুর শেখ (৩০), আবুল হোসেন শেখ (২৩), মেহেদী শেখ (২২), আলো বেগম (৪৫) ও ফেনসি বেগম (২৫) দেশীয় অস্ত্র ছেনদা, রামদা, রড ও বাশ দিয়ে এলাপাথারী কোপ ও আঘাত করতে থাকে। এসময় কাবুলের ডাক-চিৎকার শুনে অন্যরা এগিয়ে আসলে তাঁদের উপরও আঘাত করে। কাবুল ও সজিব গুরুত্বর আহত হওয়ায় তাঁদেরকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থার অবনতি হলে জেলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এবিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাইদুর রহমান বলেন, এবিষয়ে থানায় মামলা হয়েছে। দুইজনকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯:৩৬:৩৩ ১২১১ বার পঠিত #ভাঙ্গায় জমি সংক্রান্তের জের ধরে অতর্কিত হামলায় নারীসহ গ