মঙ্গলবার, ১৮ জুন ২০১৩
ভারতীয় ক্রিকেটারদের জন্য দেহরক্ষী
Home Page » খেলা » ভারতীয় ক্রিকেটারদের জন্য দেহরক্ষীবঙ্গ- নিউজ ডটকমঃ ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জাতীয় দলের ক্রিকেটারদের নিরাপত্তার জন্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেহরক্ষী নিয়োগ দিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এ খরব প্রকাশ করেছে।চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে উঠেছে ভারত। ২০ জুন শেষ চারের লড়াইয়ে শ্রীলঙ্কার মুখোমুখি হবে মহেন্দ্র সিং ধোনির দল।
এনডিটিভি জানায়, দলের প্রত্যেক ক্রিকেটারের গতিবিধির ওপর নজর রাখবে দেহরক্ষীরা। এজন্য তিনজন বিদেশি দেহরক্ষী নিয়োগ দিয়েছে বোর্ড।
প্রকাশিত সংবাদে জানানো হয়েছে, তিনজন দেহরক্ষীর মধ্যে একজন দক্ষিণ আফ্রিকার টিনাস ও অস্ট্রেলিয়ার কেইগ ওয়েদারলি। আর ইংলিশম্যান কাইল গল্ডকে পাঠিয়েছে আইসিসি। মূলত ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করতেই তাদের নিয়োগ দিয়েছে বিসিসিআই।
জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে ছায়ার মতো লেগে থাকবেন তারা। অনুশীলন, খেলা, সংবাদ সম্মেলন, খাবার টেবিল ও শপিং মল সবখানেই দেখা যাবে এই দেহরক্ষীদের।
এদিকে, ক্রিকেটারদের জন্য একটি নীতিমালা তৈরি করেছে বোর্ড। এর মধ্যে রাত সাড়ে ১০ টার পর হোটেলের বাইরে যেতে পারবেন না ক্রিকেটাররা। একই সঙ্গে ম্যাচের দিন খেলোয়াড়দের সঙ্গে কোনো অতিথি দেখা করতে পারবে না। আর ক্রিকেটাররা ব্যবহার করতে পারবেন না মোবাইল ফোন।
বাংলাদেশ সময়: ২১:২১:০৪ ৫৩২ বার পঠিত