মঙ্গলবার, ১৮ জুন ২০১৩

গণতন্ত্রের উন্নয়নে অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

Home Page » জাতীয় » গণতন্ত্রের উন্নয়নে অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী
মঙ্গলবার, ১৮ জুন ২০১৩



pm-492x328.jpgবঙ্গ- নিউজ ডটকমঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্রের বিকাশ, আইনের শাসন, জেন্ডার সমতা ও বাক স্বাধীনতার মতো কমনওয়েলথের মৌলিক মূল্যবোধ ও নীতি মেনে চলায় বাংলাদেশের অঙ্গীকারের কথা ব্যক্ত করেছেন।মঙ্গলবার কমনওয়েলথের মহাসচিব কমলেশ শর্মা প্রধানমন্ত্রীর সঙ্গে তার তেজগাঁওয়ের কার্যালয়ে সাক্ষাতকালে শেখ হাসিনা এ অঙ্গীকারের কথা জানান।

দশম কমনওয়েলথ নারী বিষয়ক মন্ত্রীদের সম্মেলনে যোগ দিতে শর্মা বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।

এ বিসয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, প্রধানমন্ত্রী যথাসময়ে সফলভাবে ঢাকায় এই দশম বৈঠক অনুষ্ঠানে আন্তরিক সহযোগিতার জন্য কমনওয়েলথ মহাসচিবকে ধন্যবাদ জানিয়ে বলেন, উন্নয়নশীল বিশ্বে নারীর ক্ষমতায়নে চ্যাম্পিয়ন দেশ হিসেবে স্বীকৃত বাংলাদেশ এই বৈঠক আয়োজন করতে পেরে আনন্দিত।

বৈঠকে প্রধানমন্ত্রী গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন সুদৃঢ় করতে তার সরকারের নেয়া ব্যবস্থার উল্লেখ করেন।

কমলেশ শর্মা গণতন্ত্র ও আইনের শাসন শক্তিশালী করা এবং জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশের পদক্ষেপের প্রশংসা করে বলেন, এ সব ক্ষেত্রে এ দেশের প্রতি কমনওয়েলথের সমর্থন অব্যাহত থাকবে।

এর আগে তুরস্কের নবনিযুক্ত রাষ্ট্রদূত হুসেইন মুফতুগলু প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় প্রধানমন্ত্রী নবনিযুক্ত রাষ্ট্রদূতকে বাংলাদেশে দায়িত্ব পালনে সব ধরণের সহায়তার আশ্বাস দেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব আরো জানান, বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও সংস্কৃতি বিনিময় সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ের সঙ্গে রোহিঙ্গা সমস্যা নিয়েও আলোচনা হয়।

বৈঠকে রাষ্ট্রদূত বাংলাদেশের স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

বাংলাদেশ সময়: ২১:১৮:০৫   ৪৩৯ বার পঠিত