শনিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৮

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের জাতীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

Home Page » প্রথমপাতা » বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের জাতীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
শনিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৮



  

 

ছবি সংগৃহীত

স্বপন চক্রবর্তী,বঙ্গ-নিউজ:  আজ  ১৪ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৯ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তন, রমনা ঢাকায় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের জাতীয় প্রতিনিধি সম্মেলন  অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন জেলা ও উপজেলা হতে হিন্দু নেতৃবৃন্দ ও বিভিন্ন মঠ ও মন্দিরের সাধু সন্যাসীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ভারতের বহুল প্রচারিত দৈনিক যুগশঙ্খ পত্রিকার প্রধান সম্পাদক বিজয় কৃষ্ণ নাথ প্রধান অতিথি ও প্রধান প্রতিবেদক রক্তিম দাস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।  ছবি সংগৃহীত  বক্তব্য রাখেন হিন্দু মহাজোটের নির্বাহী সভাপতি অ্যাডঃ দ্বীনবন্ধু রায়, সিনিয়র সহ সভাপতি ডাঃ এম কে রায়,  মহাসচিব অ্যাডঃ গোবিন্দ চন্দ্র প্রামাণিক সহ দেশের গণ্যমান্য ব্যক্তি ও সাধু সন্যাসীবর্গ। বক্তাগণ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে,কোটালিপাড়া তুষার গাইনের মুক্তি, নির্যাতন নীপিড়ন বন্ধ করতে এবং হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে মূল্যবান মতামত পেশ করেন।  ছবি সংগৃহীত

 

বক্তাগণ বলেন দেশে ব্যাপকভাকে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন নিপিড়ন চলছে। নাসির নগর, অভয়নগর, দিনাজপুর, সাতক্ষীরা, চট্টগ্রাম, কক্সবাজার সহ অতিতের হিন্দু নির্যাতনের অপরাধীদের শাস্তিবিধান না করায় একের পর এক হিন্দু নির্যাতনের ঘটনা ঘটছে। নির্বাচনকালীন সহিংসা নিরোধ কল্পে ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তার স্বার্থে বক্তাগণ আগামী নির্বাচনের পূর্বে ও পরে একমাস সেনাবাহিনী মোতায়েন করার আহ্বান জানান।         ছবি সংগৃহীত

বক্তাগণ বলেন কিছু সংখ্যক হিন্দু নেতাদের তুষ্ট করে এবার হিন্দু সম্প্রদায়ের ভোট পাওয়া যাবে না। হিন্দু সম্প্রদায়ের ভোট পেতে হলে জাতীয় সংসদে সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন ব্যবস্থা পূনঃ প্রতিষ্ঠা করতে হবে।  যে দল বা জোট হিন্দু সম্প্রদায়ের উপরোক্ত দাবী মেনে নেবে সেই দল বা জোটকে হিন্দু সম্প্রদায় ভোট দেবে অন্যথায় হিন্দু সম্প্রদায় ভোট বর্জন এর মত কর্মসূচী নিতে বাধ্য হবে।

বাংলাদেশ সময়: ৮:১৪:১০   ৭১৩ বার পঠিত   #  #  #  #  #  #