শুক্রবার, ১৪ সেপ্টেম্বর ২০১৮

ভাঙ্গায় বঙ্গবন্ধু ও এয়ার ভূঁইয়া স্মৃতি সংসদের উদ্যোগে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

Home Page » প্রথমপাতা » ভাঙ্গায় বঙ্গবন্ধু ও এয়ার ভূঁইয়া স্মৃতি সংসদের উদ্যোগে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত
শুক্রবার, ১৪ সেপ্টেম্বর ২০১৮



ভাঙ্গায় বঙ্গবন্ধু ও এয়ার ভূঁইয়া স্মৃতি সংসদের উদ্যোগে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত
এস এম শাকিল আহমাদ, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:- ফরিদপুরের ভাঙ্গায় বঙ্গবন্ধু ও এ আর ভূঁইয়া স্মৃতি সংসদের উদ্যোগে ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে বাবলাতলা হাট সংলগ্ন কুমারনদীতে নৌকা বাইচে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের অন্যতম প্রেসিডিয়াম মেম্বার কাজী জাফরউল্লাহ্। এ আর ভূঁইয়ার পুত্র টিপু ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাবেক সাংসদ ফারুক ভূঁইয়ার পুত্র রাজিব ভূঁইয়ার সার্বিক সহযোগিতায় অন্যান্যদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সদস্য কামরুজ্জামান কাফি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) সাইফুর রহমান মিরন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আকরামুজ্জামান রাজা, সাংগঠনিক সম্পাদক হাজী সোবাহান মুন্সী, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ভাঙ্গা বাজার বণিক সমিতির সভাপতি শহিদুল হক মিরু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাহিনুর আলম শাহিন, ঘারুয়া ইউপির সাবেক চেয়ারম্যান জাকির হোসেন ও ফরিদ খান, চুমুরদী ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন জালাল, ভাঙ্গা থানার এএসপি গাজী রবিউল ইসলাম ও মো: আরিফ, ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো: মিরাজ হোসেন সহ উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছা সেবকলীগ নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ২০:৩০:২২   ১২২৭ বার পঠিত   #