বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৮

জাতিসংঘ-বিএনপি বৈঠকে ব্যালটে জাল সিল মারার চিত্রসহ সার্বিক অবস্থা তুলে ধরা হবে

Home Page » জাতীয় » জাতিসংঘ-বিএনপি বৈঠকে ব্যালটে জাল সিল মারার চিত্রসহ সার্বিক অবস্থা তুলে ধরা হবে
বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৮



ফাইল ছবি  বঙ্গ-নিউজ: মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) রাত পৌনে ২টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়েন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগী ও নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের আমন্ত্রণে বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতা, বেগম জিয়ার কারাবন্দিত্ব, আগামী নির্বাচন ও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে জাতিসংঘ সদর দফতরে বৈঠক করার উদ্দেশে বিএনপি মহাসচিবের এ সফর।

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে সংস্থাটির রাজনীতি বিষয়ক সহকারী সেক্রেটারি জেনারেল মিরোস্লাভ জেনকারের সঙ্গে বৈঠক করবে বিএনপি।

বিএনপি সূত্র জানিয়েছে, বৈঠকে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি, খালেদা জিয়ার মুক্তি ও আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষা হওয়ার বিষয়গুলো উঠে আসতে পারে। সফরকালে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গেও বিএনপির প্রতিনিধি দলটির বৈঠকের ইঙ্গিত পাওয়া গেছে।

সূত্রটি বলছে, দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হলেও বৈঠকে আগামী সাধারণ নির্বাচন নিয়ে সৃষ্ট জটিলতাকেই বেশি প্রাধান্য দেবে বিএনপির প্রতিনিধি দল।

এর আগেও ২০১৪ সালের নির্বাচনের আগে জাতিসংঘের তৎকালীন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী সেক্রেটারি জেনারেল অস্কার ফার্নান্দেজ তারানকোর সঙ্গে বৈঠকে সরকার কয়েক মাসের মধ্যে নতুন নির্বাচন দেয়ার প্রতিশ্রুতি দিলেও তা রক্ষা করেনি। এ বিষয়টি তুলে ধরে আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে জাতিসংঘের সহায়তা চাওয়া হতে পারে।

বিএনপির এক নীতিনির্ধারক জানান, আগামী জাতীয় নির্বাচন, চেয়ারপারসনের মুক্তি, দেশের অব্যাহত গুম, হত্যা, মানবাধিকার লঙ্ঘনসহ সার্বিক অবস্থা তুলে ধরা হবে বৈঠকে। এজন্য একটি লিখিত বক্তব্য তৈরি করা হয়েছে।

দেশের গণমাধ্যমে প্রকাশিত এ সংক্রান্ত বিভিন্ন প্রতিবেদন ও ছবির কাটিং সংগ্রহ করা হয়েছে। বিগত স্থানীয় সরকার নির্বাচনে ব্যাপক অনিয়ম ও কারচুপির চিত্রও তুলে ধরা হবে। অনিয়মের একটি প্রতিবেদনও তৈরি করা হয়েছে। সেখানে কীভাবে প্রকাশ্যে ব্যালটে সিল মারছেন সেই চিত্রসহ ভিডিও ক্লিপিংসও রয়েছে। সর্বশেষ নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও গণগ্রেফতারের বিষয়টিও জাতিসংঘকে অবহিত করা হবে।

বিএনপি মহাসচিব ছাড়াও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ও সহ-আন্তর্জাতিক সম্পাদক হুমায়ুন কবির লন্ডন থেকে নিউইয়র্কে মির্জা ফখরুলের সঙ্গে যোগ দিয়ে বৈঠকে অংশ নেবেন।

বাংলাদেশ সময়: ১০:১০:২২   ৫৩২ বার পঠিত   #  #  #  #  #  #