মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর ২০১৮

চাউল বিতরণে অনিয়মের অভিযোগ “দশ কেজি করে নিলে নিবা না নিলে কাড বাতিল করে দিব”

Home Page » প্রথমপাতা » চাউল বিতরণে অনিয়মের অভিযোগ “দশ কেজি করে নিলে নিবা না নিলে কাড বাতিল করে দিব”
মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর ২০১৮



চাউল বিতরণে অনিয়মের অভিযোগ “দশ কেজি করে নিলে নিবা না নিলে কাড বাতিল করে দিব”
এস এম শাকিল আহমাদ, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:- প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গিকারকৃত ১০ টাকা দরে কেজি প্রতি চাউল বিতরণকালে ফরিদপুরের ভাঙ্গায় উপজেলার চুমুরদী ইউনিয়নের হরিখোলা গ্রামে বিতরণকৃত চাউলের ডিলার মো: ফারুক হোসেনের বিরুদ্ধে চাউল বিতরণে দুর্ণীতির অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে সরেজমিনে গেলে দেখাযায়, প্রতি কেজি ১০ টাকা দরে চাউল গ্রহণের জন্য স্থানীয়রা কার্ড হাতে নিয়ে ঘটনাস্থলে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে। তাঁদের মধ্য থেকে কয়েকজনের সাথে এবিষয়ে কথা হলে তাঁরা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের তিনশ টাকায় ৩০ কেজি চাউল দেওয়ার কথা থাকলেও ৩০ কেজির পরিবর্তে ২৮ কেজি করে পাচ্ছি। ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: হায়দার খালাসী বলেন, কি পরিমাণ চাউল দেওয়া হচ্ছে এ বিষয়ে জানতে চাইলে চাউল বিতরণকারী মজনু মিয়া বলেন দশ কেজি করে নিলে নিবা না নিলে কাড (কার্ড) বাতিল করে দিব। এ প্রসঙ্গে ইউপি’র ৬নং ওয়াডের্র মেম্বার গিয়াস উদ্দিনের (৩৫) কাছে প্রশ্ন করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, চাউলের ডিলার মো: ফারুক হোসেন আমার ভাই। এ বিষয়ে আমি জানতে পেরে তাৎক্ষনিক ঘটনাস্থলে যাই। বেশিরভাগ চাউলের বস্তায় ছিদ্র থাকায় প্রায় প্রতি বস্তা থেকে ২/৩ কেজি করে চাউল কম হয়। কিন্তু, আমি নিজে দাঁড়িয়ে থেকে সকলকে ৩০ কেজি করে চাউল বিতরণ করছি এবং সকলকেই দেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহাবুব-উর রহমান প্রশিক্ষণ নিতে দূরে অবস্থান করায় এ বিষয়ে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণের জন্য এসিল্যান্ডকে অবগত করতে বলেন।

বাংলাদেশ সময়: ১৮:৩৩:০৭   ৬৭৩ বার পঠিত   #