সোমবার, ১০ সেপ্টেম্বর ২০১৮
সুনামগঞ্জে শালমারা বেইলি ব্রীজ ভেঙে গেছে
Home Page » বিবিধ » সুনামগঞ্জে শালমারা বেইলি ব্রীজ ভেঙে গেছেআল-আমিন আহমেদ,স্টাফ রিপোর্টার,বঙ্গ-নিউজঃঃঅতিরিক্ত রড বোঝাই ট্রাক উঠায় সুনামগঞ্জের শালমারা বেইলি ব্রিজ ভেঙে গেছে। এতে বন্ধ হয়ে গেছে সুনামগঞ্জ-সাচনা আঞ্চলিক সড়ক যোগাযোগ ব্যবস্থা
সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় অতিরিক্ত রড ও এঙ্গেল বোঝাই একটি ট্রাক বিশ্বম্ভরপুর উপজেলার শালমারা বেইলি ব্রিজের উপরে উঠে। এ সময় ব্রিজটি ভেঙ্গে ট্রাকটি খালে পড়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি। খবর পেয়ে সড়ক বিভাগের টেকনিক্যাল টিম ঘটনাস্থল পরিদর্শন করে। সতর্কীকরণ সংকেত অমান্য করে অতিরিক্ত মাল বোঝাই করে ট্রাকটি ব্রিজের উপর উঠায় ভেঙে পড়েছে বলে অভিযোগ করেন প্রকৌশলীরা। এতে দুর্ভোগে পড়েছে বিশ্বম্ভরপুর ও জামালগঞ্জ উপজেলার মানুষ।
বাংলাদেশ সময়: ১৮:২৪:১৯ ৫১৮ বার পঠিত