সোমবার, ১০ সেপ্টেম্বর ২০১৮

সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের ব্যবস্থা করলে নিরাপদে সরতে পারবে আওয়ামী লীগ:মঈন খান

Home Page » জাতীয় » সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের ব্যবস্থা করলে নিরাপদে সরতে পারবে আওয়ামী লীগ:মঈন খান
সোমবার, ১০ সেপ্টেম্বর ২০১৮



প্রতীকি ছবি   বঙ্গ-নিউজ: আওয়ামী লীগের বাঁচার একটি মাত্র পথ খোলা আছে বলে মনে করেন বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস্য ড. আব্দুল মঈন খান। রবিবার (৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লা‌বের কনফা‌রেন্স লাউঞ্জে বাংলা‌দেশ গণতা‌ন্ত্রিক সাংস্কৃ‌তিক জোটের উদ্যোগে ‘সংঘা‌তের রাজনী‌তি গণতন্ত্র ও সুশাস‌নের জন্য হুম‌কি’ শীর্ষক এক আলোচনা সভায় সেই পথটির কথা জানিয়েছেন তি‌নি।

তার মতে, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের ব্যবস্থা করলে নিরাপদে ক্ষমতা থেকে সরতে পারবে দলটি। আর সুষ্ঠু ভোট না হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আওয়ামী লীগই।

মঈন খান বলেন, ‘এদেশের বিচার, প্রশাসন, রাজনীতি সবকিছুকে কলুষিত করেছে আওয়ামী লীগ। বাংলাদেশে সংঘাতের রাজনীতির জন্ম দিয়েছে এই দলটি। দেশের গণতন্ত্রকে ধ্বংস করার জন্যই আওয়ামী লীগ এটা করেছে।’

‘শুধু এবার যে তারা গণতন্ত্রকে ধ্বংস ক‌রে‌ছে তা নয়, এর আগেও তারা গণতন্ত্রকে ধ্বংস করেছিল বাকশালের মাধ্যমে।’

ছবি সংগৃহীত

 

সাবেক এই মন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ যদি জোর করে আবারও ক্ষমতা দখল করে তাহলে দেশে যে পরিমাণ লুটপাট হবে তা অবিশ্বাস্য। তখন ট্রেন, বিমান, বাস কিছু চলবে না, মানুষকে নৌকায় চড়তে হবে। আবারও পেছনে ফিরে যেতে হবে মানুষকে।’

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘আজকের এই সংঘাতময় রাজনৈতিক প্রেক্ষাপটের জন্য দায়ী আওয়ামী লীগ। এদেশের বিচার, প্রশাসন, রাজনীতি সবকিছুকে কলুষিত করেছে তারা৷ বাংলাদেশে সংঘাতের রাজনীতির জন্ম দেয় আওয়ামী লীগই।’

‘দেশের রাজনীতিকে কলুষিত করে তুলে দলটি। জামায়াতের সঙ্গে জোট করে আন্দোলন করে আওয়ামী লীগ ১৭৩ দিন হরতাল করেছিল। সংঘাতের রাজনীতি কাকে বলে তা মানুষ হাড়ে হাড়ে টের পেল তখন। আর বিএনপি সংঘাতের রাজনীতি থেকে দূরে আছে। বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। মানুষের ক্ষমতায়নে বিশ্বাস করে।’

আ‌য়োজক সংগঠ‌নের চিফ কো অ‌র্ডিনেটর মো. সালমান ওমর রু‌বে‌লের সভাপ‌তি‌ত্বে সভায় আরও উপ‌স্থিত ছি‌লেন বিএন‌পির চেয়াপারস‌নের উপ‌দেষ্টা সুকুমল বড়ুয়া, স্বনির্ভর বিষয়ক সম্পা‌দিকা শি‌রিন সুলতানা, সহসাংস্কৃ‌তিক বিষয়ক সম্পাদক ও কণ্ঠশি‌ল্পী ম‌নির খান, নির্বাহী ক‌মি‌টির সদস্য আবু না‌সের মো. রহমতুল্লাহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১০:৩১:২৪   ৫০৮ বার পঠিত   #  #  #  #  #  #