মঙ্গলবার, ১৮ জুন ২০১৩

সেমিতে শ্রীলঙ্কা

Home Page » খেলা » সেমিতে শ্রীলঙ্কা
মঙ্গলবার, ১৮ জুন ২০১৩



srilanka1-267x225.pngবঙ্গ- নিউজ ডটকমঃ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ এ থেকে ইংল্যান্ডের সঙ্গে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়াকে ২০ রানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করছে শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কার ২৫৩ রান ধাওয়া করতে গিয়ে ৪২ ওভার ৩ বলে ২৩৩ রান করে সব কয়টি উইকেট হারায় অস্ট্রেলিয়া। দলটি পক্ষে সর্বোচ্চ ৪৯ রান করেন অ্যাডাম ভোগাস।

অস্টেলিয়ার বিপক্ষে ৪২ রানের বিনিময়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন নুয়ান কুলাসেকারা।

এরআগে ওভালে টস হেরে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ৮ উইকেটে ২৫৩ রান করে। তিলকরত্নে দিলশানের (৩৪) সঙ্গে লাহিরু থিরিমান্নের (৫৭) ৭২ ও দীনেশ চান্দিমালের (৩১) সঙ্গে মাহেলা জয়াবর্ধনের ৬৫ রানের জুটি শ্রীলঙ্কাকে লড়াই করার মতো সংগ্রহ এনে দেয়।

৮১ বলে ১১টি চারসহ ৮৪ রানে অপরাজিত থাকা জয়াবর্ধনে অষ্টম ব্যাটসম্যান হিসাবে ওয়ানডেতে ১১ হাজার রানের মাইল ফলক স্পর্শ করেন।

সনাৎ জয়াসুরিয়া ও সাঙ্গাকারার পর এই মাইল ফলকে পৌঁছানো তৃতীয় শ্রীলঙ্কান ব্যাটসম্যান তিনি।

শ্রীলঙ্কার বিপক্ষে ৪৮ রানের বিনিময়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন জনসন।

স্কোর:

শ্রীলঙ্কা: ৫০ ওভারে ২৫৩/৮ (কুশল ৪, দিলশান ৩৪, সাঙ্গাকারা ৩, থিরিমান্নে ৫৭, জয়াবর্ধনে ৮৪*, ম্যাথিউস ১২, চান্দিমাল ৩১, কুলাসেকারা ৬, হেরাথ ২, মালিঙ্গা ২*; জনসন ৩/৪৮, ডোহার্টি ১/৩০, ম্যাকে ১/৫১, ফকনার ১/৬০)

অস্ট্রেলিয়া: ৪২.৩ ওভারে ২৩৩ (ওয়াটসন ৫, হিউজ ১৩, ম্যাক্সওয়েল ৩২, বেইলি ৪, ভোজেস ৪৯, মার্শ ৪, ওয়েড ৩১, ফকনার ১৭, জনসন ৪, ম্যাকে ৩০, ডোহার্টি ১৫*; কুলাসেকারা ৩/৪২, হেরাথ ২/৪৮, দিলশান ১/১১, ম্যাথিউস ১/২১, এরাঙ্গা ১/৪০, মালিঙ্গা ১/৬০)

বাংলাদেশ সময়: ১৪:৪২:৩৪   ৩৭৫ বার পঠিত