মঙ্গলবার, ১৮ জুন ২০১৩
নাইজেরিয়ার জয়
Home Page » খেলা » নাইজেরিয়ার জয়বঙ্গ- নিউজ ডটকমঃ প্রথমবারের মতো আন্তর্জাতিক আসরে খেলতে এসেছে ফিফা র্যাংকিংয়ের ১৩৮তম অবস্থানে থাকা তাহিতি। প্রতিপক্ষ র্যাংকিংয়ের ৩১ নম্বর দল নাইজেরিয়া। কনফেডারেশন কাপের নাইজেরিয়ার কাছে তাহিতি হেরেছে ৬-১ গোলের বিশাল ব্যবধানে।ম্যাচের শুরুতে অধিনায়ক নিকোলাস ভালারের আত্মঘাতি গোলে পিছিয়ে পড়ে তাহিতি। এরপর আরো দুটো গোল হজম করে তারা। ৩-০ ব্যবধানে পিছিয়ে থাকা তাহিতির জন্য ৫৪ মিনিটের মাথায় আনন্দের উপলক্ষ তৈরি করেন জোনাথন তেহাউ।
গোল পাওয়ার পর বেলো হোরাইজন্ট স্টেডিয়ামে তাহিতির ফুটবলাররা মাঠের মধ্যে তাদের আনন্দ প্রকাশ করেন প্রথাগত নৌকা বাইচের অভিনয়ের মধ্য দিয়ে।
আন্তর্জাতিক অংগনে প্রথমবারের মত খেলতে নামার আনন্দ উদযাপন করতে গিয়ে তাহিতির প্রেসিডেন্ট ওইদিন মন্ত্রিপরিষদের বৈঠক স্থগিত করেন। প্রথম আন্তর্জাতিক গোল পাওয়ার সাথে সাথে কোচের কাছে দেয়া এসএমএস-এর মধ্য দিয়ে দলকে অভিনন্দন জানান প্রেসিডেন্ট।
অবশ্য আনন্দটা বেশিক্ষণ স্থায়ী হয়নি তেহাউয়ের। ৬৯ মিনিটের মাথায় আত্মঘাতি গোল করে বসেন তিনি।
নাইজেরিয়ার পক্ষে নামদি ওদুয়ামাদি হ্যাটট্রিকের দেখা পেয়েছেন। এবারের কনফেডারেশন কাপ ফুটবলে এটাই প্রথম হ্যাটট্রিক। দুটো আত্মঘাতি গোল হজম করার পাশাপাশি নাইজেরিয়ার ওদুয়ামদির হ্যাটট্রিক এবং এচিয়েজিলের ৮০ মিনিটে দেয়া গোলে ৬-১ ব্যবধানে পরাজিত হলেও খুশীমনে মাঠ ছাড়ে তাহিতি।
বাংলাদেশ সময়: ১৪:৩৭:২৫ ৪৪৩ বার পঠিত