শুক্রবার, ৭ সেপ্টেম্বর ২০১৮

খালেদাকে ২৪ ঘণ্টার মধ্যে বিশেষায়িত হাসপাতালে নিতে হবে:জয়নুল আবেদীন

Home Page » জাতীয় » খালেদাকে ২৪ ঘণ্টার মধ্যে বিশেষায়িত হাসপাতালে নিতে হবে:জয়নুল আবেদীন
শুক্রবার, ৭ সেপ্টেম্বর ২০১৮



ফাইল ছবি   বঙ্গ-নিউজ: ‘কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা গুরুতর। তাকে ২৪ ঘণ্টার মধ্যে বিশেষায়িত হাসপাতালে নিতে হবে’ বলে জানিয়েছেন তার আইনজীবী ও সুপ্রিম কোর্ট বারের সভাপতি জয়নুল আবেদীন।

আজ শুক্রবার (৭ সেপ্টেম্বর) বিকালে পুরাতন ঢাকার নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে বের হয়ে তিনি সাংবাদিকদের একথা জানান।

এর আগে বিকাল ৩টা ৪০ মিনিটের দিকে কারাগারে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করতে যান চার আইনজীবী। তারা হলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দীন সরকার, এজে মোহাম্মদ আলী, আব্দুর রেজ্জাক খান ও জয়নুল আবেদিন।

উল্লেখ্য, শুক্রবার সকালে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, খালেদা জিয়ার সুচিকিৎসার দাবি জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করবে বিএনপি। তার সঙ্গে সাক্ষাতের অনুমতিও চাওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯:২২:৪১   ৪৫১ বার পঠিত   #  #  #  #  #  #