শুক্রবার, ৭ সেপ্টেম্বর ২০১৮
নেত্রকোণায় মালনী শশ্মান কালী মন্দিরে প্রতিমা ভাঙচুর
Home Page » সারাদেশ » নেত্রকোণায় মালনী শশ্মান কালী মন্দিরে প্রতিমা ভাঙচুরনেত্রকোণা প্রধিনিধিঃঃনেত্রকোণা শহরের মালনী শ্মশান কালী মন্দিরে চারটি প্রতিমা ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সদর থানার এসআই ত্রিদীপ কুমার বীর জানান, বৃহস্পতিবার রাতে এসব মূর্তি ভাঙচুর করা হয় বলে মন্দিরের পূজারি জগদীশ বর্মণের অভিযোগ পেয়ে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে।পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন জানিয়ে এসআই ত্রিদীপ বলেন, ওই মন্দিরের কালি, মহাদেব, ডাকিনী ও যোগিনী প্রতিমা ছিল।
“জগদীশ বর্মণ রাতে পূজা দেন। সকালে তিনি মন্দিরে গিয়ে প্রতিমা ভাঙচুর দেখতে পান। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনা তদন্তের পাশাপাশি ভাঙচুরে জড়িতকে গ্রেপ্তার করতে অভিযানে নেমেছে। এছাড়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”
জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি মঙ্গল সাহা ও জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যপরিষদের সাধারণ সম্পাদক সুব্রত রায় মানিক ভাঙচুরকারীকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৭:৩১:৪৯ ৬৫১ বার পঠিত