বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর ২০১৮

সুনামগঞ্জ-১ নিয়ে প্রথম আলোর রিপোর্টের প্রতিক্রিয়া

Home Page » সারাদেশ » সুনামগঞ্জ-১ নিয়ে প্রথম আলোর রিপোর্টের প্রতিক্রিয়া
বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর ২০১৮



---স্টাফ রিপোর্টার বঙ্গ-নিউজঃঃসুনামগঞ্জ-১ নিয়ে ২রা সেপ্টেম্বর ২০১৮ তারিখে প্রথম আলোতে প্রকাশিত রিপোর্টের প্রেক্ষিতে সুনামগঞ্জ-১ আসনে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে বহুল আলোচিত ও অত্যন্ত গুরুত্বপূর্ণ মনোনয়ন প্রত্যাশী  ড. রফিকুল ইসলাম তালুকদার সোশ্যাল মিডিয়ায় এক প্রতিক্রিয়া ব্যক্ত করেন ।উল্লেখ্য, বর্তমানে  ড. তালুকদার একজন খণ্ডকালীন বিশ্ববিদ্যালয় শিক্ষক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন উন্নয়ন ও রাজনৈতিক অর্থনীতি বিষয়ক গবেষক,রাজনৈতিক বিশ্লেষক ও সুনামগঞ্জ জেলা বঙ্গবন্ধু পরিষদের আহবায়ক । সংশ্লিষ্ট রিপোর্টটির প্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ায় দেয়া তার প্রতিক্রিয়াটি হুবহু তুলে ধরা হলো:এই রিপোর্টের সব অংশের সাথে আমি একমত নই রিপোর্ট টিতে আমার নাম উল্লেখ করলেওসুনামগঞ্জ-১ আসনে ড.রফিকুল ইসলাম তালুকদারের গণ সংযোগ
যেহেতু আমার বক্তব্য নেয়া হয়নি, তাই স্যোসাল মিডিয়ার মাধ্যমে বিনয়ের সাথে আমার মতামত তোলে ধরছি
প্রতিহিংসা পরায়ণ রাজনীতি আমি করিনা এবং দলের কারো বিরুদ্ধে আমার রাজনীতি নয়। আমার প্রচারণা কেবলি জননেত্রী ও সরকারের অর্জন তোলে ধরা, জননেত্রীর ত্যাগ তিতিক্ষার কথা বলা, নৌকার পক্ষে জনমত তৈরী করা, আমি কেবলই সুনামগঞ্জ-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের একজন মনোনয়ন প্রত্যাশী। এখানে সাংসদ বিরোধী পাঁচ মনোনয়ন প্রত্যাশী জোটের সাথে আমার কোনো সম্পর্ক নেই। জননেত্রী কৌশলগতভাবে আমাকে যোগ্য মনে করলে মনোনয়ন দিবেন, আর দলের মনোনয়ন পেলে মানুষের ভালবাসা ও অব্যাহত সহযোগিতার প্রতি আস্থা রেখে বলছি বিপুল ভোটের ব্যবধানে এখানে নৌকার বিজয় হবে ইনশা আল্লাহ।মনোনয়ন না পেলেও আমার কোনো দুঃখ নেই, আমার অনেক কিছু করার আছে, গণমানুষের জন্য রাজনীতি করা, দেশে ও বিদেশে স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষকতা এবং উন্নয়ন, গণতন্ত্র ও রাজনৈতিক অর্থনীতির একাডেমিক গবেষণার পাশাপাশি নেত্রীর জন্য, বঙ্গবন্ধুর চেতনা ও সোনার বাংলা বাস্তবায়নে আমার লেখালেখি (মতামত প্রবন্ধ লেখা) অব্যাহত থাকবে।
সে যাহোক একজন ক্লিন ইমেজের তরুণ নেতা হিসেবে আমি জনগণের যে আস্থা ও অপরিমেয় ভালবাসা পেয়েছি সেজন্য আমি জনগণের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। আল্লাহ যেন আমাকে তৌফিক দেন ধর্ম, বর্ণ, লিঙ্গ, শ্রেণী, পেশা নির্বিশেষে সকল জনগণের প্রতি আজীবন অত্যন্ত দায়িত্বশীল ও প্রতিশ্রুতিশীল থাকতে পারি ।

ড.রফিকুল ইসলাম তালুকদার

বাংলাদেশ সময়: ২১:২৩:৪৪   ১৫০৩ বার পঠিত