মঙ্গলবার, ১৮ জুন ২০১৩
অবসরে বায়ার্নের ট্রেবল-জয়ী কোচ
Home Page » খেলা » অবসরে বায়ার্নের ট্রেবল-জয়ী কোচবঙ্গ- নিউজ ডটকমঃ বায়ার্ন মিউনিখের সদ্য বিদায়ী কোচ ইয়ুপ হেইঙ্কেস ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। তার অধীনেই ইউরোপের সদ্য সমাপ্ত মৌসুমে প্রথম জার্মান ক্লাব হিসাবে তিনটি শিরোপা জিতেছে বায়ার্ন মিউনিখ।এই মৌসুম শেষে বায়ার্নকে বিদায় জানাবেন সেটি আগেই ঠিক হয়ে ছিল হেইঙ্কেস। এক বছর বিশ্রাম নেয়ার কথাও বলেছিলেন তিনি। তবে সাময়িকভাবে নয় পুরোপুরি বিশ্রাম নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন হেইঙ্কেস।
তিনি জানান, আমি আর কখনো কোনো দলকে কোচিং করাবো না। ফুটবল থেকে সম্মানজনক বিদায় নিচ্ছি আমি।
দুই বছরের চুক্তিতে দ্বিতীয় বারের মতো ২০১১ সালে বায়ার্নের কোচের দায়িত্ব নেন হেইঙ্কেস। প্রথম মৌসুমে সাফল্য না পেলেও পরের বার দলকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, বুন্দেসলিগা ও জার্মান কাপের শিরোপা এনে দেন তিনি।
১৯৮৭ থেকে ১৯৯১ সাল পর্যন্ত প্রথম মেয়াদে তার অধীনে দুটি বুন্দেসলিগাসহ চারটি শিরোপা জিতেছিল বায়ার্ন। ২০০৯ সালে অন্তর্বর্তীকালীন কোচ হিসাবেও যোগ দিয়েছিলেন জার্মানির সবচেয়ে সফল ক্লাবটিতে।
৩৩ বছরের সমৃদ্ধ কোচিং জীবনে ১৯৯৭-৯৮ মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়েও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছিলেন হেইঙ্কেস। তিনি ছাড়া দুটো ভিন্ন ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের কৃতিত্ব মাত্র তিন জন কোচের আছে।
বাংলাদেশ সময়: ১৪:৩৫:৫১ ৪০৪ বার পঠিত