বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর ২০১৮
সংবিধানের কোথাও নেই যে, জেলখানায় আদালত বসানো যাবে না: সেতুমন্ত্রী
Home Page » জাতীয় » সংবিধানের কোথাও নেই যে, জেলখানায় আদালত বসানো যাবে না: সেতুমন্ত্রী
বঙ্গ-নিউজ: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেছেন, সংবিধানে কোথাও নেই যে, বিশেষ প্রয়োজন জেলখানায় আদালত বসানো যাবে না। যারা সংবিধান মানে না, আইন মানে না, দেশের শাসন মানে না, তারা সবই করতে পারে।
বুধবার (৫ আগস্ট) ধানমন্ডি আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়ে যৌথ সভায় তিনি এসব কথা বলেন।
বিএনপি নেত্রী খালেদা জিয়া বলেছেন আদালতে তিনি আর হাজির হবেন না এবং আদালতে যে সিদ্ধান্ত দেয়ার দেক সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, এটা আদালতের বিষয় ,এটা আমাদের বিষয় নয়। বিএনপি প্রথম থেকেই আইন মানে না, আদালত মানে না, দেশের শাসন মানে না, তারা সব করতে পারে । তারা যদি আদালত না মানে , সে বিষয়ে আদালত সিদ্ধান্ত নিবে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আদালতে কোড বসানো অসাংবিধানিক , এর জাবাবে তিনি বলেন, কোন সংবিধানে লেখা আছে , বিশেষ প্রয়োজনে জেল কোডে আদালত বসানো যাবে না। তাদের পক্ষে সবকিছুই বলা সম্ভব।
এ এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, দিপু মনি, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, খালিদ মাহমুদ চৌধুরী, বাহাউদ্দিন নাছিম, নওফেল চোধুরী, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল প্রমূখ।
বাংলাদেশ সময়: ৮:১৮:০২ ৪৭০ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম