মঙ্গলবার, ১৮ জুন ২০১৩

রোবট যখন চার পা’য়ে

Home Page » বিজ্ঞান-প্রযুক্তি » রোবট যখন চার পা’য়ে
মঙ্গলবার, ১৮ জুন ২০১৩



robot-300x200.jpgবঙ্গ- নিউজ ডটকমঃ সুইজারল্যান্ডের বিজ্ঞানীরা তল্লাশি আর উদ্ধার অভিযান চালানোর জন্য চিতাশাবকের মতো চার পায়ে দৌড়ায় এমনই একটি রোবট তৈরি করেছেন।ক্যাটবট নামের এই রোবটটি সুইজারল্যান্ডের ইকোল পলিটেকনিক ফেডারেল ডি লুসানে (ইপিএফএল) বায়োরোবটিক ল্যাবরেটরির গবেষকরা তৈরি করেছেন।

গবেষকরা জানান, এ রোবট তৈরি করা হয়েছে বায়োমেকানিক্স গবেষণাকে আরও উৎসাহিত করার উদ্দেশ্য। এটি ছোট তবে শক্তিশালী ও দ্রুত চলতে পারে।

তারা জানান, ৩০ কেজির কম ওজনের এ রোবট এক সেকেন্ডে নিজ দেহের দৈর্ঘ্যের সাত গুণ দৌড়াতে পারে।

বায়োরোবটিক বিজ্ঞানী আলেক্সান্ডার স্প্রোভিৎজ বলেন, বিড়ালজাতীয় প্রাণীর অঙ্গসংস্থানবিদ্যা প্রয়োগ করা হয়েছে রোবটটি তৈরিতে। এমন আঙ্গিক পদ্ধতি ব্যবহার করায় রোবটটির যান্ত্রিক সুবিধা বেশি পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৪:২৮:২৮   ৪২৯ বার পঠিত