সোমবার, ৩ সেপ্টেম্বর ২০১৮

ড. কামাল হোসেনের পকেটে সব সময় প্লেনের টিকিট থাকে-প্রধানমন্ত্রী

Home Page » জাতীয় » ড. কামাল হোসেনের পকেটে সব সময় প্লেনের টিকিট থাকে-প্রধানমন্ত্রী
সোমবার, ৩ সেপ্টেম্বর ২০১৮



ফাইল ছবি   বঙ্গ-নিউজ:  ড. কামাল হোসেনের নেতৃত্বে একটি জোট গঠনের বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে একটা ঐক্য হচ্ছে ভালো। আর একটা বিষয় আপনারা জানেন যে ড. কামাল হোসেনের পকেটে সব সময় প্লেনের টিকিট থাকে। এসময় ওই জোট এবং জোটের শরিকদের সম্পর্কে সরস মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

নেপালের কাঠমান্ডুতে চতুর্থ বিমসটেক সম্মেলনে শেষে দেশে ফিরে রোববার (২ সেপ্টেম্বর) গণভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ড. কামাল হোসেন যখন আমাদের সঙ্গে যখন ছিলেন তখন আমরা দেখেছি উনি যদি খুব গরম বক্তব্য দেন, ‘যে এখন থেকে সব কাজ বন্ধ- তখন ধরে নেবেন যে উনার প্লেন রেডি। বাক্সটা গাড়িতে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, ‘যিনি নিজেকে সংবিধান প্রণেতাও বলেন, এখন দেখি তিনি সেই সংবিধানও মানতে চান না। তিনি যখন গরম বক্তৃতা দেবেন তখন ধরে নেবেন যে উনার প্লেন রেডি।’

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে একটা শ্রেণি বসেই থাকে যারা নির্বাচনকে বানচাল করতে চায়, নির্বাচন ঠেকাতে চায়। আমার প্রশ্ন হলো ড. কামাল নির্বাচন চায় কিনা?

ড. কামাল হোসেনের জোট নিয়ে প্রধানমন্ত্রী বলেন, আনকনটেস্টের কথা যিনি বলছেন ড. কামাল হোসেন, তিনি তো আনকনটেস্টে জিতে এসেছিলেন। উনি তো জাতির পিতার ছেড়ে দেয়া সিটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। সেই আসনে উনি নির্বাচন করলেন। সেখানে আর কেউ নমিনেশন পেপার সাবমিট করেননি। উনি নিজেই আনকনটেস্টেড। সেই আনকনটেস্টেড এমপি, যিনি নিজেকে সংবিধান প্রণেতাও বলেন। এখন দেখি তিনি সেই সংবিধানও মানতে চান না।

বাংলাদেশ সময়: ৮:০৪:১২   ৪৫৬ বার পঠিত   #  #  #  #  #  #