রবিবার, ২ সেপ্টেম্বর ২০১৮

এবার বিএনপির প্রতি তিনটি প্রশ্ন ছুড়ে দিয়েছেন ওবায়দুল কাদের

Home Page » এক্সক্লুসিভ » এবার বিএনপির প্রতি তিনটি প্রশ্ন ছুড়ে দিয়েছেন ওবায়দুল কাদের
রবিবার, ২ সেপ্টেম্বর ২০১৮



ছবি সংগৃহীত   বঙ্গ-নিউজ:  এবার বিএনপি নেতাদের প্রতি তিনটি প্রশ্ন ছুড়ে দিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (১ সেপ্টেম্বর) বিকালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে দলটির সম্পাদকমণ্ডলীর জরুরি সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব প্রশ্ন ছুড়েন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির কাছে আমার প্রথম প্রশ্নটা হচ্ছে- ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর, হত্যাকারীদের বিচারের পথ রুদ্ধ করতে ইনডিমনিটির কুখ্যাত অধ্যাদেশ জারি এবং এরপর এই অধ্যাদেশকে পঞ্চম সংশোধনীতে অন্তর্ভুক্ত হওয়ার কারণ কি? আওয়ামী লীগের পক্ষ থেকে এর ব্যাখ্যা আমি জানতে চাই।’

‘দ্বিতীয় প্রশ্ন হচ্ছে- বিনা পয়সায় সাবমেরিন ক্যাবল প্রত্যাখ্যানের মাধ্যমে দেশকে পিছিয়ে দেয়ার যে কাজটি তারা করেছেন এর ব্যাখ্যাও তিনি জানতে চেয়েছেন?’

‘তৃতীয় প্রশ্ন হচ্ছে- তরিঘড়ি করে বেগম খালেদা জিয়ার রায়ের আটদিন আগে বিএনপির গঠনতন্ত্র থেকে কেন ৭ ধারা বাতিল করে দেয়া হয়েছে, এর ব্যাখ্যা আমরা জানতে চাই।’

বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজপথে আন্দোলনের মাধ্যমে মুক্ত করা হবে বিএনপি নেতাদের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘রাজপথে সরকারের দশ বছর হয়ে গেল, এই দশ বছরে বারে বারে আন্দোলনের ডাক দিয়েছে, ছোট খাট নয় সবই সর্বাত্মক আন্দোলনের ডাক।’

‘বেগম খালেদা জিয়াও সর্বাত্মক আন্দোলনের ডাক দিয়েছিলেন এর সঙ্গে বাস্তবতা কতটুকু এটা আপনারা জানেন। দশ বছরে একটা দিনও সরকারের ওপর চাপ সৃষ্টি করার মতো কোনো আন্দোলন বিএনপি নামক বিরোধী দল করতে পারেনি। আমরা চাপ অনুভব করেছি এমন কোনো আন্দোলন বিএনপি করতে পারেনি।’

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশ থেকে নির্বাচনের তফসিল ঘোষণার আগে বর্তমান সরকারের পদত্যাগ দাবি করা হয়েছে এবং খালেদা জিয়ার মুক্তি দাবি করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে সেতুমন্ত্রী বলেন, ‘প্রথম বিষয়টি সংবিধান সম্মত নয়। আর দ্বিতীয় বিষয়টি আইনি বিষয়। তারা যদি মামলা মোকাবেলা করে আইনি প্রক্রিয়ায় বেগম জিয়াকে মুক্ত করে আনতে পারে, ওয়েলকাম।’

‘সরকার যদি বাধা দিত, সরকার যদি বিচার বিভাগকে কোনো প্রকারে প্রভাবিত করতে চাইতো তাইলে বেগম জিয়া এতগুলো মামলা থেকে জামিন পেত না। প্রায় ৩০টি মামলায় তিনি জামিন পেয়েছেন, সরকার যদি হস্তক্ষেপ করতো তাহলে কীভাবে এসব মামলা থেকে জামিন পেল।’

তিনি বলেন, ‘সেই মামলার জন্যও আপনারা আইনি লিগ্যাল ব্যাটলে যান। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সরকারের পক্ষ থেকে মামলার ব্যাপারে বেগম জিয়ার মুক্তির ব্যাপারে আমাদের পক্ষ থেকে লিগ্যাল ব্যাটলে কোনো প্রকার বাধা, কোনো প্রকার হস্তক্ষেপ আমাদের পক্ষ থেকে হবে না।’

আইনি প্রক্রিয়ায় খালেদা জিয়ার মুক্তি সম্ভব নয় মওদুদ আহমদের এমন বক্তব্য সম্পর্কে জানতে চাইলে কাদের বলেন, ‘মওদুদ আহমদের কাছ থেকে আইনি প্রক্রিয়া শিখতে হবে? তিনি এমনও বলেছেন সংবিধানের বাইরে গিয়েও নির্বাচনের ব্যবস্থা করা যায়। তারা যেসব দাবি সংবিধান বাইরে গিয়ে মেনে নেয়ার দাবি করেছেন। যারা সংবিধান লঙ্ঘন করে, আইন লঙ্ঘন করে ক্ষমতায় আসে এটা তাদের পক্ষে বলা সম্ভব।’

‘মওদুদ নিজেই আইন লঙ্ঘন করেন, তিনি মৃত ব্যক্তির নামে ভুয়া সার্টিফিকেট আদালতে জমা দিয়ে ৪০ বছরের দখল করা বাড়িটা রক্ষা করতে পারেননি। যিনি অপচেষ্টার দালাল। তার পক্ষে এ ধরনের দাবি আমরা সেভাবে নিচ্ছি না।’

ওবায়দুল কাদের বলেন, ‘জাতীয় নির্বাচনের প্রস্তুতি আমরা নিতে শুরু করেছি। এ মাসেই আমাদের কার্যক্রম পুরোপুরি শুরু করব। জোট নিয়েও আমরা পরোক্ষভাবে আলাপ আলোচনা করেছি। যারা আমাদের এত দিনের শরিক তাদের বিষয় নিয়ে কথা বলেছি। অনেকে আসতে চাচ্ছে তাদের সঙ্গেও আমরা কথাবার্তা বলতে শুরু করেছি।’

বাংলাদেশ সময়: ৯:১০:৩৩   ৩৭৬ বার পঠিত