মঙ্গলবার, ১৮ জুন ২০১৩
খালেদাকে কটাক্ষে বিএনপির ওয়াক আউট
Home Page » জাতীয় » খালেদাকে কটাক্ষে বিএনপির ওয়াক আউটবঙ্গ- নিউজ ডটকমঃ অশালীন ও অসংসদীয় ভাষা ব্যবহারের বিরুদ্ধে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কড়া হুঁশিয়ারির একদিনের মধ্যে সোমবার বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে নিয়ে কটাক্ষমূলক বক্তব্য দেয়ায় সংসদের অধিবেশন থেকে ওয়াক আউট করে বিএনপি।বিরোধী সদস্যরা অবশ্য ওয়াক আউটের ১৫ মিনিটের মধ্যে অধিবেশন কক্ষে ফেরেন এবং পরে বাজেটের ওপর আলোচনায়ও অংশ নেন।
আওয়ামী লীগের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নাজমা আক্তারের বক্তব্যকে কেন্দ্র করে ওয়াক আউট করেন বিরোধী সদস্যরা।
নাজমা আক্তার বলেন, আমাদের বিরোধীদলীয় নেত্রীর মার নাম লক্ষ্মীরানী মারমা, যার নাম তৈয়বা মজুমদার বলে জানি। তার বাবার নামও মারমা। তাকে আমরা ইস্কান্দার মজুমদার নামে চিনি। এই সময় স্পিকার বারবার নাজমা আক্তারকে বাজেটের ওপর বক্তব্য দেয়ার আহ্বান জানাতে থাকেন। এর আগে গত বৃহস্পতিবার বিএনপি সাংসদ পাপিয়া বলেছিলেন, প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদের স্ত্রী ইহুদি।
তার এই বক্তব্য ধরেই নাজমা আক্তার বিরোধীদলীয় নেতার পারিবারিক পরিচয় নিয়ে কটাক্ষ করেন। তিনি আরো বলেন, প্লেনের মধ্যে মদ খেয়ে তারেক রহমান একজন অভিনেতার স্ত্রীর শ্লীলতাহানির চেষ্টা করেছিলো।
অসংসদীয় বক্তব্য নিয়ে গত সপ্তাহে সংসদে উত্তাপ ছড়ানোর পর কয়েকদফা ওয়াক আউট করে বিরোধী দল।
এরপর রোববার স্পিকার এক রুলিংয়ে বলেন, অসংসদীয় বক্তব্য হলেই তিনি মাইক বন্ধ করে দেবেন।
বাংলাদেশ সময়: ১৪:২৬:২৪ ৪৬৬ বার পঠিত