শনিবার, ১ সেপ্টেম্বর ২০১৮

তাহিরপুরে বিএনপির ছয় নেতা কর্মী আটক

Home Page » বিবিধ » তাহিরপুরে বিএনপির ছয় নেতা কর্মী আটক
শনিবার, ১ সেপ্টেম্বর ২০১৮



---স্টাফ রিপোর্টার বঙ্গ-নিউজঃ-সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় গোপন বৈঠকে নাশকতার পরিকল্পনার অভিযোগে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ ছয় জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৩১ আগস্ট) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দন কান্তি ধর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক রহুল আমিন, যুগ্ম সাধারন সম্পাদক মাহবুবুর রহমান, প্রচার সম্পাদক সাজিদুল হক, সদস্য নবাব আলী, উপজেলা শ্রমিক দলের সভাপতি ফেরদৌস আলম সাধারন সম্পাদক এমদাদুল হক।

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ছয় জনকে আটক করা হয়েছে। নাশকতা সৃষ্টি ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যহত থাকবে।

বাংলাদেশ সময়: ৮:৪৬:০১   ৪৫২ বার পঠিত